ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

৩০ বছর পর ইমরান হত্যা মামলার রায়

তিন আসামির আমৃত্যু কারাদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

দীর্ঘ ৩০ বছর পর মিরসরাইয়ে মো. সাইফুদ্দিন ইমরান হত্যা মামলার রায় দিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। রায়ে তিনজনকে আমৃত্যু ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন>> ১৭তম স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, খালাস ১৮তম স্ত্রী

অন্যদিকে, আরও দু’টি ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। এছাড়া বিচার চলাকালে এক আসামি হেনজু মিয়া মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেন। রায় ঘোষণার সময় আসামি কবির আহম্মেদ ও হুমায়ুন কবীর ওরফে কবির আহমদ আদালত উপস্থিত থাকলেও অন্যরা পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আবুল হাসানাত এ রায় দেন।

আরও পড়ুন>> বড় ছেলের ফাঁসি, স্ত্রী-ছোট ছেলের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্তরা হলেন— শফিউল আলম, সাহাবুদ্দিন, আমির হামজা, কবির আহম্মেদ, দিদারুল আলম ওরফে মিলন, আবু আবদুল্লাহ ওরফে কিরণ, ছিদ্দিক আহমদ, রুহুল আমিন, হুমায়ুন কবীর ওরফে কবির আহমদ, আরিফ হোসেন আরিফ, আনোয়ারুল আজিম ও জয়নাল আবেদীন। তাদের মধ্যে শফিউল আলম, সাহাবুদ্দিন ও আমির হামজাকে আমৃত্যু কারাদণ্ড এবং বাকি নয়জনকে যাবজ্জীবন হিসেবে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ১৮ জুন দুপুরে মিরসরাই থানার সাহেরখালি ভোরের বাজার এলাকায় মো. সাইফুদ্দিন ইমরানকে আগ্নেয়াস্ত্র, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা করে আসামিরা। এ সময় সাইফুদ্দিনের সঙ্গে থাকা নাজিম উদ্দিন ও আলাউদ্দিনকেও মারধর করে রক্তাক্ত করে তারা। আহতাবস্থায় সাইফুদ্দিন ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের বাবা মো. ইসমাইল সিদ্দিকী মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন>> কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেছেন এডিশনাল পিপি অ্যাডভোকেট আজহারুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন, সহকারী পিপি অ্যাডভোকেট সেলিনা আক্তার।

এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জাগো নিউজকে বলেন, মিরসরাইয়ে সাইফুদ্দিন ইমরান হত্যা মামলাটি প্রায় ৩০ বছরের পুরোনো। দীর্ঘ বিচারকাজ শেষে বৃহস্পতিবার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রায় দিয়েছেন। রায়ে মামলার ১২ আসামির মধ্যে তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন হিসেবে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস