মানবতাবিরোধী অপরাধ
মহেশখালীর ৮ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ১৫ মে

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর সালামত উল্লাহ খানসহ (৮৩) আটজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্যগ্রহণ শেষ করতে আগামী ১৫ মে দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী ও মামলার প্রসিকিউটর রানা দাস গুপ্ত। আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
মামলায় মোট আসামি ছিলেন ২০ জন। এদের ১২ জন মারা যাওয়ায় এখন আসামি আটজন। আসামিরা ১৯৭১ সালের আগে পিডিপি ও মুসলিম লীগের নেতা ছিলেন। স্বাধীনতার পর তারা বিএনপিতে যোগ দেন।
আসামিদের মধ্যে সাতজন কারাগারে। তারা হলেন সালামত উল্লাহ খান, মো. রশিদ মিয়া বিএ, মৌলভী নুরুল ইসলাম, বাদশা মিয়া, মৌলভী ওসমান গনি, মৌলভী শামসুদ্দোহা ও মো. জিন্নাত আলী। অন্যজন জামিনে আছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ৮ অক্টোবর পর্যন্ত তাদের অপরাধের তদন্ত শেষ করেন। তাদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ১৩ ধরনের অভিযোগ আনা হয়েছে।
এফএইচ/বিএ/এমএস