ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সাব্বির হত্যা মামলায় নূর উদ্দিনের জামিন

প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৪ মার্চ ২০১৬

বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলা থেকে বাঁচতে ঘুষ-লেনদেনের অভিযোগে দুদকের করা মামলায় তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নূর উদ্দিন অপুকে জামিন দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন। আদালতে অপুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির এবং দুদকের পক্ষে  খুরশিদ আলম খান।

২০০৭ সালের ১০ অক্টোবর রমনা থানায় নূর উদ্দিন অপুসহ কয়েকজনের বিরুদ্ধে সাব্বির হত্যা মামলা থেকে বাঁচতে ঘুষ-লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় পরের বছরের ২৪ এপ্রিল তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর অপু আত্মগোপনে চলে যান।  এর পর থেকে তিনি মূলতঃ মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। ২০০৮ সালের ১২ জুন তারেক রহমান মালয়েশিয়া গেলে নূর উদ্দিন অপু তাকে কুয়ালালামপুর বিমানবন্দরে অভ্যর্থনা জানান । তারেক রহমান ১৩ জুন মালয়েশিয়া থেকে লন্ডনে চলে যান। এর চার দিন পর ১৭ জুন ঢাকায় ফেরেন অপু্।

দেশে ফিরে তিনি ঢাকার নিম্ন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর অপু হাইকোর্টে জামিন আবেদন করেন। ২০১৪ সালের ২ নভেম্বর শুনানি শেষে অপুর জামিন আবেদন খারিজ করে দেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচারাধীন আছে।

এদিকে বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মূলত তারেক রহমানের নির্দেশেই অপু দেশে ফিরেছে। জামিনে মুক্তি পাওয়ার পর তাকে দেশে দলীয় কাজে লাগানোর চিন্তা করছেন তারেক রহমান ।

জানা গেছে, অপুর গোপনে দেশে ফেরা এবং কারাগারে থাকার বিষয়টি বিএনপির বেশির ভাগ কেন্দ্রীয় নেতাই জানে না।

এফএইচ/ এমএমজেড/এবিএস