‘সাধারণ নাগরিক ও মন্ত্রীর অপরাধ এক নয়’
সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। রোববার দুই মন্ত্রীর আদালত অবমাননা মামলার শুনানিকালে এ মন্তব্য করেন তিনি।
শুনানিতে দুই মন্ত্রীর আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক ও আবদুল বাছেদ মজুমদার অংশ নেন। শুনানির এক পর্যায়ে তাদের উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয়’ আইনজীবী হিসেবে আপনারা কী মনে করেন? সংবিধানের চুল পরিমাণ পরিবর্তন আমরা করতে পারি না। এমনকি সংবিধানের বাইরেও আমরা কোনো রায় দিতে পারি না।
দুই মন্ত্রীর আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোন না কেন, আইন সব সময় সোজা পথে চলে। আপনি যেই হোন না কেন, সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে কুণ্ঠাবোধ করব না।`
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘এই মামলা থেকে যদি নিজেকে প্রত্যাহার করে নিতাম। তাহলে দেশে দাঙা লেগে যেত, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হতো।
এদিকে, আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি আগামী ২৭ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এফএইচ/এসকেডি/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে ফজলুর রহমান: আমার জীবনে আর এ রকম হয়নি, ক্ষমা চাই
- ২ আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ
- ৩ হানিফ মামলায় ‘ক্যামেরা ট্রায়ালে’ প্রথম সাক্ষীর জবানবন্দি সম্পন্ন
- ৪ ৫ ব্যাংক একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জের রিট সরাসরি খারিজ
- ৫ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক