ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস: চক্রের হোতা ডা. জনির জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের হোতা মেডিকো কোচিং সেন্টারের মালিক ডা. জোবায়দুর রহমান জনিকে জামিন দিয়েছেন আদালত।পাবলিক পরীক্ষা আইনের -৪/১৩ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইনের ২২(২)/২৩(২) ধারা অনুযায়ী আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। এ মামলায় আদালতে ১৭ জন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

আরও পড়ুন>> মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস: চিকিৎসক অনিমেষসহ চারজন কারাগারে

এ মামলায় গত ৩ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, এ ঘটনায় করা মামলায় আজ চিকিৎসক অনিমেষ কুমার কুন্ডুসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- জাকারিয়া আশরাফ, মৈত্রী সাহা ও সাবরিনা নুসরাত রেজা।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস করার মাধ্যমে সারাদেশ থেকে হাজার হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তে নাম আসায় তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জেএ/এমএএইচ/জিকেএস