শহীদ মিনারের পাশের সকল অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত তেল শাহ্ (র.)-এর কবর ব্যতীত সকল অবৈধ স্থাপনা ৭২ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল নিস্পত্তি করে বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন।
হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাস বিদ অধ্যাপক মুনতাসির মামুন শহীদ মিনারের মর্যাদা রক্ষায় জনস্বার্থে একটি রিট আবেদন করেছিলেন। ওই রিট শুনানি শেষে জারি করা রুলের নিষ্পত্তি করে আজ (বৃহস্পতিবার) এই রায় দেন।
শহীদ মিনারের পাশে অবৈধভাবে দখলের মাধ্যমে বিভিন্ন স্থাপনা তৈরি করে শহীদ মিনারের মর্যাদাহানি করা হচ্ছে- ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে এমন সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ সংযুক্ত করে জনস্বার্থে রিট দায়ের করেন অধ্যাপক মুনতাসির মামুন।
পরে হাইকোর্টের একটি দ্বৈতবেঞ্চ এই রিটের ভিত্তিতে একই বছর ২২ ফেব্রুয়ারি রুল জারি করেন। ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়। একইসঙ্গে যেখানে শহীদ মিনারের ভূমি-সংক্রান্ত নথি-পত্র দাখিল করার নির্দেশ দেন আদালত।
ওই নির্দেশনার পাশাপাশি শহীদ মিনারের জমি রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। সংস্কৃতি সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিসিসি প্রশাসক (দক্ষিণ), গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদেরকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়। ওই রুল নিস্পত্তি করে বৃহস্পতিবার আদালত এই রায় দেন।
এফএইচ/আরএস/পিআর