সুপ্রিম কোর্টে হাজির দুই মন্ত্রী
প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেওয়ায় আদালতের চাওয়া ব্যাখ্যা দিতে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়েছেন। রোববার সকাল ৮টা ৪০মিনিটে তারা আদালতে হাজির হন।
এর আগে গত রোববার সশরীরে আদালতে হাজির হয়ে আদালতের চাওয়া ব্যাখ্যা দেন দুই মন্ত্রী।তবে তাদের দেয়া ঐ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি আপিল বিভাগ। তাই ২৭ মার্চ তাদের আবারও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
এফএইচ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ নয়াপল্টনে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক কারাগারে
- ২ ‘জঙ্গি সাজিয়ে’ ৯ তরুণ হত্যায় ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নির্দেশ
- ৩ হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসানের আপিল শুনানি সোমবার
- ৪ সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬টি ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট
- ৫ পিনাকীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন