বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালদ্বীপের প্রধান বিচারপতির শ্রদ্ধা
সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আসা মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (৪ নভেম্বর) সকালে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপরে বিকেলে সুপ্রিম কোর্ট আয়োজিত ‘সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর’ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

এর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিকেল সাড়ে ৩টায় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান’ ও ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের প্রধান বিচারপতি।
এফএইচ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ২ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৩ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৪ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস
- ৫ প্রিজন ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান, অন্যায়ভাবে আটকের অভিযোগ