ফরিদপুর-৩
শামীম হকের দ্বৈত নাগরিকত্বের শুনানি নির্বাচনের পর

ফরিদপুর-৩ আসনে আসনে নৌকা প্রতীকের প্রার্থী শামীম হকের প্রার্থিতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আবেদনের ওপর শুনানি পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে নির্বাচনের পর এ বিষয়ে শুনানি হবে।
এ কে আজাদের পক্ষে আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ ‘নট দিস উইক’ (শুনানি এ সপ্তাহে নয়) এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আদালতে এ কে আজাদের পক্ষে ছিলেন আইনজীবী তানজীব উল আলম।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি। এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি। তার বিরুদ্ধে রিট করেন শামীম হক।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
১৭ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে দেন।
পরে ১৮ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে শামীম হক আবেদন করেন। ওই দিন চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। এরপর এ আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন এ কে আজাদ।
বিজ্ঞাপন
এফএইচ/এসএনআর/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - আইন-আদালত
- ১ প্রকাশিত কথোপকথন শেখ হাসিনা ও মাকসুদেরই, জানালেন ল্যাব কর্মকর্তা
- ২ চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় ৭ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড
- ৩ আবু সাঈদের ত্রুটিপূর্ণ সুরতহালে গুলির কথা না লিখতে বাধ্য করা হয়
- ৪ রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন উপস্থাপন
- ৫ ঢাবিতে গ্রেফতার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে