সুপ্রিম কোর্ট মাজারে পান্তা-ইলিশ খেলেন দুস্থ ও পথশিশুরা
নানান আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে বাঙালি। বাংলাদেশে আশির দশক থেকে প্রতিবছর পহেলা বৈশাখে উৎসবের আয়োজন হচ্ছে। কিন্তু এতিম, অসহায় পথশিশু এবং ছিন্নমূল মানুষ বৈশাখের আমেজ ও উৎসব সেভাবে পালন করতে পারে না।
সুপ্রিম কোর্ট মাজারে এতিম, অসহায় পথশিশু এবং ছিন্নমূল মানুষের জন্য বৈশাখের দুপুরে খাবার (ইলিশ, পান্তা ও গরম ভাত) দেওয়া হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাত ভোরে রান্না করে পানিতে ভেজানো হয় পান্তা করার জন্য। শুকনা, কাঁচা মরিচ ও পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা, শিশুদের জন্য সবজি, ডিম, কৈ মাছ ভাজা ও ইলিশ ভাজা ছাড়াও ছিল ডাল।

খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়েছেন মাজারে আসা লোকজন। শিশুদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিয়মিত এখানে খাওয়া-দাওয়া করে। আজ পহেলা বৈশাখে ইলিশ, পান্তা এবং ডিম খেয়ে খুশি তারা।
আয়োজনের বিষয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান জাগো নিউজকে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সুপ্রিম কোর্ট মাজার মসজিদে নারী, শিশু ও গরিবদের পান্তা ভাত, গরম ভাত ও ইলিশ মাছ ভাজা, কৈ মাছ ভাজা, আলু-বেগুন দিয়ে সবজি ও ঘন ডালের ব্যবস্থা করা হয়েছিল।

তিনি জানান, প্রায় ৬০০ জন দুপুরের খাবার খেয়েছেন।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট মাজার মসজিদে শত শত মানুষের জন্য নিয়মিত রান্না হয়। গতকাল দুপুরে তাদের জানানো হয়, পহেলা বৈশাখে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। এবারই প্রথম পহেলা বৈশাখে খাবার আয়োজন করা হয়েছে।
এফএইচ/এমএইচআর/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস