ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কেমন পোশাক পরবেন অফিসে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৯ জুলাই ২০২৫

পোশাক শুধু ব্যক্তির রুচির ব্যাপার নয়, এটি আরাম এবং আপনার স্টাইলের সমন্বয়। আপনি যে অফিসেই কাজ করুন না কেন, সে অনুযায়ী সঠিক পোশাক পরলেই আপনার রুচিশীল ব্যক্তিত্ব ফুটে উঠবে।

তবে অফিসের প্রতিদিনের পোশাকে থাকা চাই নিজস্বতা। খুব দামি পোশাক বা নামি ব্র্যান্ডের হতে হবে তা কিন্তু নয়। আবহাওয়া আর ফ্যাশন, দুটির সমন্বয় ঘটিয়ে নিজের মতো করে পোশাক বেছে নিতে পারলেই হলো। তাহলে আসুন জেনে নেওয়া যাক অফিসে কেমন পোশাক আপনার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করবে-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যেমন হবে পোশাক নির্বাচন
কর্মজীবী নারীদের যেহেতু সময়ের অভাব সবচেয়ে বেশি, তাই পোশাক এমন হওয়া উচিত যা আরামদায়ক ও কাজের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অফিসে সারা দিন কাজের মধ্যে থাকতে হয়, তাই আঁটোসাঁটোর চেয়ে একটু ঢিলেঢালা পোশাক বেছে নিলে ভালো। এতে শরীরে আর্দ্রতা জমবে না। ঘেমে ভিজে গেলেও অফিসের এসির বাতাসে সহজেই শুকিয়ে যাবে।

কেমন পোশাক পরবেন অফিসে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিদিন পরার জন্য ফতুয়া, সিঙ্গেল কামিজ, মিডি ড্রেস, স্কার্ট, কো-অর্ডস, টি-শার্ট, টিউনিক অথবা কাফতানসহ ক্যাজুয়াল ঘরানার পোশাক বেছে নিতে পারেন। অফিসের অনুষ্ঠান থাকলে সেখানে শাড়ি পরতে পারেন। হালকা রঙের সুতি, তাতঁ বা কোটার শাড়ি কিংবা পাতলা কাজের সিল্ক বা জর্জেট শাড়ি কর্মক্ষত্রে বেশ মানানসই।

আজকাল অনেক নারী শাড়ির চেয়ে সালোয়ার-কামিজ ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শাড়ির বদলে কুর্তি ও শার্ট জাতীয় পোশাকও পরতে পারেন। সাধারণ কাটের ঢিলেঢালা কামিজের সঙ্গে প্যান্ট কাটিং সালোয়ার সারা দিনের জন্য বেশ আরাম ও স্বস্তিদায়ক পোশাক হতে পারে। এই পোশাকগুলো অনুষ্ঠানের জন্যও উপযোগী হবে। কিন্তু যে পোশাকই পরুন না কেন পোশাক নির্বাচনের সময় মাথায় রাখবেন আপনার পোশাকটি যেন মার্জিত হয়।

বিজ্ঞাপন

কেমন পোশাক পরবেন অফিসে

পোশাকের কাপড়
ইদানিং বৃষ্টির মৌসুম চললেও মাঝেমাঝে বেশ গরম লাগছে। তাই পোশাকের কাপড় নির্বাচনের সময় একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। গরমে সুতি কাপড় পরলে বেশি আরাম পাওয়া যায়। তবে বৃষ্টিতে সুতির কাপড় ভিজলে সহজে শুকাতে চায় না। তাই সুতির কাপড় এড়িয়ে জর্জেট, লিনেন, সিল্ক ধরনের সিনথেটিক কাপড় পরতে পারেন। এসব কাপড় ভেজার পর বাতাসের নিচে থাকলে অল্প সময়েই শুকিয়ে যায়। যাদের এসব কাপড়ে সমস্যা হয় তারা সুতি, তাঁত, পাতলা কাজের পোশাক পরতে পারেন।

ইন্টারভিউয়ের পোশাক
চাকরির ইন্টারভিউতে ফরমাল এবং মানানসই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারভিউতে শাড়ি পরলে অবশ্যই শাড়ি সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পরুন। ফুল স্লিভের ব্লাউজও পরতে পারেন, এতে বেশি ফর্মাল লুক আসবে। ঢিলেঢালা সালোয়ার কামিজ পরলেও ভালো লাগবে। ওয়েস্টার্ন পোশাক পরতে চাইলে, ফরমাল প্যান্ট-শার্ট বা ব্লেজার-প্যান্ট, অথবা স্কার্ট- টপস বেছে নিতে পারেন। অবশ্যই পোশাক শালীন হতে হবে।

বিজ্ঞাপন

কেমন পোশাক পরবেন অফিসে

টপস হিসেবে টি-শার্ট, ফতুয়া, বাটন ডাউন কলার এর শার্ট পরতে পারেন। পোশাকের কাটিংয়ে রাখতে পারেন বৈচিত্র্যতা। সঙ্গে পছন্দমতো কটি বা কেইপ অথবা শ্রাগ পরলেও দারুণ লাগবে। ইন্টারভিউতে লাল, কমলা, ম্যাজেন্টা রঙের পোশাকগুলো এড়িয়ে চলাই ভালো। সাদা, গাঢ় ধূসর, গাঢ় নীল, কালো বা বাদামি রঙের পোশাক পরলে বেশি ভালো লাগবে। তবে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক পরাটাই উত্তম।

কেমন পোশাক পরবেন অফিসে

বিজ্ঞাপন

পোশাকের অনুষঙ্গ
অফিসে গহনা পরতে চাইলে ছোট ছোট গহনা পরতে পারেন। জুতা এবং ব্যাগের রঙ কাছাকাছি শেডের মধ্যে বাছাই করলে দেখতে ভালো লাগবে। ল্যাপটপ বহন করতে হলে বড় ব্যাগ বাছাই করুন যেন ল্যাপটপের সঙ্গে অন্যান্য জিনিসও অনায়াসে নেওয়া যায়।

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

আরও পড়ুন

বিজ্ঞাপন