কাদা-পানি তাতে কী, পরুন স্টাইলিশ পোশাক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১১ এএম, ০৫ জুলাই ২০২৫

বর্ষাকালে কাদা-পানির ভয়ে আটপৌরে জামা-কাপড় পরেন? কী দরকার! চাইলে তো ফ্যাশনেবল, স্টাইলিশ পোশাক পরতে পারেন। তবে এই মৌসুমে বাইরে বেড়ানোর সময় পোশাক ও জুতা বেছে নেওয়ার ব্যাপারে একটু সতর্কতা দরকার আছে। একটু বুঝেশুনে পরিধেয় নির্বাচন করলে কাদা-পানি কোনো ঝামেলাই নয়।

স্টাইলিশ পোশাকে নিজেকে সাজান

বর্ষাকালে রাস্তার কাদা-পানি থেকে রক্ষা পেতে লম্বা কামিজ নয়, বরং একটু কম দৈর্ঘ্যের পোশাক পরাই ভালো। কাফতান, হাঁটু পর্যন্ত লম্বা ম্যাক্সি, শার্ট, কুর্তি বেছে নিতে পারেন। এ ছাড়া স্কার্ট আর সুতির থ্রি কোয়ার্টার প্যান্ট এই ঋতুতে সুবিধাজনক ও ফ্যাশনেবল। গোড়ালি পর্যন্ত লম্বা প্যান্ট পরলে পানিতে ভেজার সম্ভবনা থাকে না। আর্দ্র দিনে এসব পোশাক আপনাকে আরামে রাখবে। এ ছাড়া পোশাকের সঙ্গে হিলের পরিবর্তে আরামদায়ক স্যান্ডেল বেছে নিলে ভালো দেখাবে।

উজ্জ্বল রঙে নিজেকে মেলে ধরুন

বর্ষা এমনিতেই বিষন্ণ ঋতু। এই ঋতুতে হালকা রঙের পোশাক পরে নিজেকে হতাশ করবেন না। তাই হালকা রঙের পরিবর্তে রঙিন ও গাঢ় রঙের পোশাক বেছে নিতে পারেন। নেভি ব্লু, অলিভের শেডের পোশাকে কাদা লাগলে বা ভিজে গেলেও চোখে পরবে না। এ ছাড়া উজ্জ্বল রঙের পোশাক আপনার মনকে রাখবে ফুরফুরে। প্রকৃতির কোলে ডুবে গিয়ে এবং বৃষ্টির পানির মতো সতেজ দেখাতে চাইলে নিজেকে মেলে ধরুন রঙিন পোশাকে।

হালকা কাপড়ের পোশাক পরুন

ভারী কাপড়ের পোশাকগুলো আপতত তুলে রাখুন। আরামদায়ক এবং হালকা ওজনের সুতি এবং লিনেন, হাফ সিল্ক, উজ্জ্বল সিল্ক, ক্রেপ সিল্ক, সেমি-তসর সিল্কের মতো হালকা কাপড়ের পোশাক বেছে নিন। এই ধরনের হালকা কাপড়ের পোশাক শুকাতেও কম সময় লাগে। হালকা কাপড়গুলো গায়ের সঙ্গে লেগে থাকে না, তাই অস্বস্তি অনুভব হবে না। এছাড়া বিভিন্ন ডিজাইনের পোশাকগুলোতে এ ঋতুতে বেশ আকর্ষণীয় দেখাবে।

বর্ষায় মানানসই জুতা

বর্ষাকালে ফ্যাশনিস্তা হয়ে উঠতে শুধুই পোশাকের দিকে নজর রাখলে চলবে না। নজর দিতে হবে জুতার দিকেও। এই বর্ষায় ক্যানভাস স্নিকার্স এবং হাইহিল জুতা না পরে রাবার-সোলযুক্ত, জল-প্রতিরোধী জুতাগুলো বেছে নিতে পারেন। এই ধরণের জুতা দ্রুত শুকিয়ে যায়। বাজারে এখন বর্ষা উপলক্ষ্য বিভিন্ন ধরণের ফ্যাশনেবল আরামদায়ক স্যান্ডেল, রঙিন ফ্লিপফ্লপ, ক্লগস এবং গামবুট পাওয়া যায়। চাইলে আপনি সেখান থেকে বেছে নিতে পারেন আপনার মনমতো জুতাটি। যা আপনার আরামদায়ক ক্যাজুয়ালের সঙ্গে স্টাইলিশ লুককে করবে আকর্ষণীয়।

হালকা মেকআপে সারাদিন

বর্ষাকালে মেকআপ হতে হবে হালকা। এ সময় ভারী মেকআপ না করাই ভালো। লিকুইড লিপ কালার, চকচকে বা গ্লসি সাজ এড়িয়ে চলুন। ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। পানিরোধী হওয়ায় এগুলো সহজে ছড়িয়ে পড়বে না। ফাউন্ডেশন, কনসিলার এবং পাউডার, সব মেক আপ হতে হবে ওয়াটারপ্রুফ। বর্ষার পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নীল দারুণ মানিয়ে যায় বলে এই সময়ের সাজে নীলের ব্যবহার বেশি করতে পারেন। নীল কাজল বা আইলাইনার ব্যবহার করে নিজেকে সাজাতে পারেন।

সূত্র: টাইমস্ অব ইন্ডিয়া

কলি/আরএমডি/এমএস/এএমপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।