ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

প্রথম দেখায় যা করবেন না

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ১০:০৭ এএম, ১৫ জুলাই ২০২৫

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনে অনেকের পরিচয় হয়। সেখান থেকে প্রেম। এরপর ঠিক করে দেখা করা বা ডেটে যাওয়া। বিশেষ দিনটির জন্য অনেক রকম পরিকল্পনা থাকে। যুগ পরিবর্তনের সঙ্গে ভালোবাসা প্রকাশের মাধ্যমেও এসেছে নানা পরিবর্তন। তবে প্রথম দিনের অনুভূতিগুলো সেই একই রকম রয়েছে।

প্রথম দিনে আনন্দ, রোমাঞ্চ আর উত্তেজনার সঙ্গে যোগ হয় ভয়। ইংরেজিতে একটা কথা আছে, ‘ফার্স্ট ইমপ্রেসন ইজ দ্য লাস্ট ইমপ্রেসন’। অর্থাৎ প্রথম দেখা-ই অনেকটা নির্ভর করবে, আপনার বিষয়ে আপনার পছন্দের মানুষের ধারণা। ফলে প্রথম দেখা খুবই গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসুন জেনে নেওয়া যাক কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে -

প্রথম দেখায় যা করবেন না

১. দেরি করে পৌঁছাবেন না

দেখা করার জন্য যে সময়টা নির্ধারণ করেছেন, সেটা মেনে চলার চেষ্টা করুন। প্রয়োজনে পাঁচ মিনিট আগে পৌঁছে অন্যজনের জন্য অপেক্ষা করুন। আগে পৌঁছে নির্ধারিত সময়ের আগেই অন্যজনকে ফোন বা টেক্সট করে বিব্রত করবেন না। এত সতর্কতার পরও যদি দেখেন আপনার সময়মতো পৌঁছানো কঠিন হচ্ছে, তাহলে আগেই সেটা অন্যজনকে আন্তরিকতার সঙ্গে জানিয়ে রাখুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২. অস্বস্তিকর পোশাক নয়

প্রথম দেখা করার সময় অবশ্যই আরামদায়ক পোশাক বাছবেন। এমন কিছু পরবেন না, যা আপনি আগে পরেননি। বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই নিজেকে গোছানো, পরিপাটি রাখাটা জরুরি। গোছানো থাকলে আকর্ষণ ও আগ্রহ দুটোই বাড়বে।

প্রথম দেখায় যা করবেন না

বিজ্ঞাপন

৩. ব্যক্তিগত প্রশ্ন না করা

প্রথম দেখাতে খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না। প্রথম দিনই আপনাকে তার ব্যক্তিগত সব বিষয়ে জেনে ফেলতে হবে, বিষয়টি এমনটি নয়। পছন্দের সিনেমা কোনটি? অবসর সময়ে কী করতে পছন্দ করেন এ ধরনের প্রশ্ন করতে পারেন। তবে তোমার আগের সম্পর্ক ভাঙার কারণ কী? তুমি এতদিন বিয়ে করনি কেন? এ ধরনের প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না।

৪. শুধু নিজের কথা না বলা

অনেকেই বেশি কথা বলেন এবং নিজের বিষয়ে বলতে ভালোবাসেন। তারা অন্য কারও কথা শোনেন না। বেশি কথা বললে সামনের মানুষটি আকর্ষণ হারিয়ে ফেলেন। তাই প্রথম দেখাতে শুধু নিজে কথা না বলে, তাকেও বলতে দিন।

প্রথম দেখায় যা করবেন না

বিজ্ঞাপন

৫. উপহারে শো-অফ করবেন না

সামর্থ্য অনুযায়ী কোনো উপহার নিতে পারেন। খুব দামি হতে হবে, এমন নয়। ফুল, চকলেট বা বই দিতে পারেন। এগুলো পছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা কম। খেয়াল রাখতে হবে যে, এমন কোনো উপহার না দেন, যা দেখে ওপর ব্যক্তি বিব্রতবোধ করেন।

৬. ঘন ঘন ফোন দেখবেন না

প্রথম দেখায় অনেকেই আবার লজ্জা পান। কী বলবেন বুঝতে পারেন না। তাই অস্বস্তি কাটাতে নিজের ফোন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। বারবার ফোন চেক করেন। এতে কিন্তু অপর মানুষটি অপমানিত বোধ করতে পারেন। এমনকি ফোনে কল এলেও সেই সময় তা এড়িয়ে যাওয়াই ভালো। অন্যথায় আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হতে পারে।

প্রথম দেখায় যা করবেন না

বিজ্ঞাপন

৭. অপরিচিত খাবার নয়

প্রথমবার দেখা করতে গিয়ে রেস্তোরার মেন্যু দেখে নতুন কিছু অর্ডার করতে যাবেন না। মশলার ঝাঁঝালো গন্ধযুক্ত খাবার খেতে গিয়ে শেষে বিপদে পড়তে পারেন। পরিচিত খাবারই অর্ডার করুন।

তথ্যসূত্র: স্লো ডেটিং

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসএকেওয়াই/এএমপি/এমএস

আরও পড়ুন

বিজ্ঞাপন