ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৬ জুলাই ২০২৫

ঝলমলে চুল কে না চায়? চুল যদি হয় কোরিয়ানদের মতো সতেজ, মসৃণ তাহলে তো আর কথা নেই। বিশ্বব্যাপী কোরিয়ান রূপচর্চার কৌশল দিন দিন বেশ জনপ্রিয় হচ্ছে। তাদের সৌন্দর্য চর্চার পদ্ধতি আমাদের উপমহাদেশে বেশ নজর কেড়েছে। কোরিয়ানরা ত্বকের পাশাপাশি চুলের যত্নেও বেশ সচেতন। তারা চুলের যত্নে প্রাকৃতিক উপাদানে বিভিন্ন সিরাম ব্যবহার করেন। আপনিও কোরিয়ানদের মতো ঝলমলে চুল পেতে প্রাকৃতিক ভাবে তৈরি সিরাম ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক উপকরণ দিয়ে বানানো এই সিরাম ব্যবহারে চুল হবে ঘন, মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।

জাদুকরী এই সিরাম খুব সহজেই ঘরে তৈরি করা যায়, আসুন জেনে নেওয়া যাক কীভাবে সিরাম তৈরি করবেন-

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

সিরাম বানাতে যা লাগবে
১. চালের পানি ২ টেবিল চামচ
২. জিনসেংর নির্যাস ১ টেবিল চামচ
৩. রোজমেরি এসেনশিয়াল অয়েল ৫ ফোঁটা
৪. জোজোবা তেল ১ টেবিল চামচ
৫. অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
৬. ভিটামিন-ই ক্যাপসুল ১টি

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

সিরাম যেভাবে তৈরি করবেন
প্রথমে কাঁচা জিনসেং জ্বাল দিয়ে ঠান্ডা করে নিন। একটি পরিষ্কার পাত্রে চালের পানি, অ্যালোভেরা জেল, জোজোবা তেল জিনসেং নির্যাস নিন। এরপর ভিটামিন ই ক্যাপসুল, রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে ভালোভাবে নাড়ুন যতক্ষণ না মিশ্রণটি হালকা সিরামের মতো ঘনত্ব হয়। মিশ্রণটি ঘন হলে একটি পরিষ্কার স্প্রে বোতলে ঢেলে দিন। ফ্রিজে রেখে দশ দিনের মধ্যে ব্যবহার করুন।

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

সিরামটি যেভাবে ব্যবহার করবেন
শ্যাম্পু করা চুল শুকিয়ে যাওয়ার পর মাথার ত্বকে স্প্রে করে আঙুলের ডগা দিয়ে ১০ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন। চুলের উপর যেন সিরামের পরত লেগে থাকে। সপ্তাহে তিনবার রাতে এটি ব্যবহার করুন। মাথার ত্বক তৈলাক্ত হলে সকালে ধুয়ে ফেলুন। যদি মাথার ত্বক শুষ্ক হয় তাহলে শ্যাম্পু করা পর্যন্ত রেখে দিন। সিরামটি নিয়মিত ব্যবহারে আপনি নিজেই এর ফলাফল দেখতে পারবেন।

ঘন চুল পেতে চান? ব্যবহার করুন কোরিয়ান হেয়ার সিরাম!

যা উপকার করে
চালের পানিতে থাকা অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি যা চুলের গোঁড়াকে শক্ত করে। জিনসেংর নির্যাস মাথার ত্বকে রক্ত সঞ্চালনে সাহায্য করে। রোজমেরি এসেনশিয়াল অয়েল কোষের উৎপাদন বৃদ্ধি করে এবং চুল পড়া রোধ করে। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর জোজোবা অয়েল। এই তেল চুলের কোঁকড়া ভাব নিয়ন্ত্রণ করে, চুলকে ঝলমলে করে। অ্যালোভেরা জেল মাথার চুলকানি, খুশকি, রুক্ষ চুল, ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা দূর করে। এছাড়া ক্ষতিগ্রস্ত চুলকে মেরামত করে। ভিটামিন ই ক্যাপসুল চুলকে নরম ও ঘন করতে সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই/জেএস/এএসএম

আরও পড়ুন