ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

বাড়িতে অতিথি আপ্যায়নের সময় কাচের বাসন ব্যবহার করেন। কাচের বাসন দেখতে যেমন সুন্দর, তেমনি খাবার পরিবেশনেও বাড়ায় সৌন্দর্য। তবে নিয়মিত ব্যবহারে এই কাচের বাসনে পড়ে দাগ-ছোপ, কখনো আবার জমে যায় হলদেটে আস্তরণ। ফলে ঝকঝকে কাচের বাসন হয়ে ওঠে নিস্প্রভ ও অনাকর্ষণীয়।

আসলে কাচের বাসন যত্নে রাখা কিছুটা কষ্টসাধ্য কাজ মনে হলেও উপায় জানা থাকলে তা একেবারেই সহজ।
ঘরোয়া কয়েকটি উপাদান ব্যবহার করে অল্প সময়েই ঝকঝকে করে তুলতে পারেন আপনার প্রিয় বাসনপত্র। আসুন জেনে নেওয়া যাক কাচের বাসনের দাগ কীভাবে তুলবেন-

কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

১. ভিনিগার ও গরম পানি

২ টেবিল চামচ সাদা ভিনেগারের সঙ্গে ১ টেবিল চামচ কুসুম গরম পানি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কাচের বাসনগুলো ৫ থেকে ৭ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জমে থাকা দাগ ও ময়লা নরম হয়ে যাবে। এরপর নরম স্পঞ্জ বা কাপড় দিয়ে হালকা হাতে ঘষে নিন। শেষে পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে নিলেই দেখবেন, কাচের বাসন হয়ে উঠেছে নতুনের মতো ঝকঝকে ও দাগমুক্ত।

কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

২. বেকিং সোডা ও লেবুর রস

বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার সেই পেস্ট কাচের বাসনের গায়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে পুরোনো দাগ ও তেলচিটে ভাব দূর হবে। এরপর নরম স্পঞ্জ দিয়ে আলতো করে ঘষে তুলুন। তবে খেয়াল রাখবেন যে, বেকিং সোডার দানা বেশ শক্ত হয়, তাই জোরে ঘষলে কাচে আঁচড় পড়তে পারে। সাবধানে পরিষ্কার করলে কাচের বাসন হয়ে উঠবে দাগমুক্ত ও চকচকে।

কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

৩. লবণ ও ভিনেগার

লবণ ও ভিনেগার একসঙ্গে দাগ তুলতে দারুণ কার্যকর উপাদান। একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ ভিনেগার ও লবণ মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণটি দিয়ে কাচের বাসন ভালোভাবে মেজে নিন। প্রায় ১০ মিনিট এভাবে রেখে দিন, যাতে দাগগুলো নরম হয়ে যায়। এরপর স্বাভাবিক সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করেই কাচের বাসনের সব দাগছোপ দূর হয়ে যাবে।

কাচের বাসনে দাগ? ঘরোয়া উপায়েই ফিরিয়ে আনুন উজ্জ্বলতা

৪. টুথপেস্টের ব্যবহার

একটি পুরনো টুথব্রাশে অল্প পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা পানিতে ভিজিয়ে নিন। এবার কাচের বাসনের দাগযুক্ত অংশে ব্রাশটি দিয়ে ভালো করে ঘষুন। এক থেকে দুই মিনিট স্ক্রাব করার পর আরও পাঁচ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। দেখবেন, দাগ দূর হয়ে কাচের বাসন ঝকঝকে পরিষ্কার হয়ে উঠেছে।

কাচের বাসন পরিষ্কার করার সময় সাবধানতা

বাসন ধোওয়ার সময় একটি নরম তোয়ালে বা কাপড় সিঙ্কের নিচে পেতে রাখুন। এতে কাচের বাসন হাত ফসকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে। হালকা হাতে ধুয়ে তোয়ালের উপর রাখলে পানি দ্রুত শুকিয়ে যাবে এবং বাসনের ঝকঝকে ভাব বজায় থাকবে।

সূত্র: হাউস হোল্ড প্র্যাকটিস, হোম কেয়ার পাবলিকেশন

আরও পড়ুন:
বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন
সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ট্রিক

এসএকেওয়াই/এমএস

আরও পড়ুন