শুকিয়ে যাওয়া মাসকারায় প্রাণ ফিরিয়ে আনার সহজ উপায়
এআই ছবি
মাসকারা ব্যবহার করলে চোখের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। সঠিকভাবে ব্যবহার করলে চোখের পাতা ঘন ও দীর্ঘ দেখায় এবং পালককে সুন্দর আকার দেয়। একই সঙ্গে মাসকারা চোখের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলে। তবে মাসকারা বারবার ব্যবহার করলে এটি শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
এর কারণ হলো মাসকারা রঞ্জক, পানি, তেল, ফিল্ম-ফর্মার এবং মোমের মিশ্রণে তৈরি হয়। প্রতি বার ব্রাশ করার সময় বা ঢাকনা খোলার সময় বাতাস ঢুকে পানির কিছু অংশ বাষ্পীভূত হয়। ফলে ফর্মুলা ঘন হয়ে যায়, ব্রাশ আটকে যায় এবং চোখের পাতা শুকিয়ে যায়। যত ভালো মানের মাসকারাই হোক না কেন, শুকিয়ে যাবেই।
তাহলে কি মাসকারা বাতিল করে দেবেন, নাকি পানি বা তেল দিয়ে শুষ্কতা দূর করে পুরোনোটির প্রাণ ফেরানোর চেষ্টা করবেন? অনেকে পানি দিয়ে মাসকারা তরল করার চেষ্টা করেন, কিন্তু এতে পানির জীবাণু এবং খনিজ পদার্থ মাসকারায় প্রবেশ করতে পারে। তেল বা অন্য কোনো তরল পদার্থ মেশালে চোখে জ্বালা হওয়ার ঝুঁকি থাকে।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে শুকিয়ে যাওয়া মাসকারা ব্যবহারের উপযোগী করবেন-
স্যালাইন ওয়াটার ব্যবহার করে
সমস্যা এড়াতে স্যালাইন ওয়াটার ব্যবহার করা উত্তম। বিশুদ্ধ পানি এবং এক চিমটি সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে মাসকারায় ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি চোখে কোনো অস্বস্তি সৃষ্টি করবে না এবং এতে জীবাণু থাকবে না। এক ফোঁটা স্যালাইন মাসকারায় দিলে শুকিয়ে যাওয়া মাসকারা পুনরুজ্জীবিত হয়। স্যালাইন মেশালে মাসকারার মোম এবং পলিমারগুলো আবার সমভাবে ছড়িয়ে পড়ে।
যেভাবে করবেন
পরিষ্কার হাত ব্যবহার করে কাজ শুরু করতে হবে। মাস্কারার ঢাকনার প্যাঁচ অল্প খুলুন এবং ড্রপার দিয়ে এক ফোঁটা স্যালাইন টিউবের ভেতরে ঢেলে দিন। সঙ্গে সঙ্গে ঢাকনা বন্ধ করে দিন। লক্ষ্য রাখবেন, স্যালাইন যেন টিউবের ভেতরে যায়, ব্রাশে নয়।

এরপর টিউবটি দুই হাতের তালুর মধ্যে রেখে কয়েকবার হালকাভাবে ঘষে নিন। ২০-৩০ সেকেন্ড পর মাসকারা খুলে দেখুন ঘন তরলে পরিণত হয়েছে কি না। প্রয়োজন হলে এই পদ্ধতি আর মাত্র একবার প্রয়োগ করতে পারেন। একবারের বেশি স্যালাইন দিলে মাসকারা পাতলা হয়ে যাবে এবং ব্যবহারযোগ্য থাকবে না।
এছাড়া শুকনো মাসকারা তরল করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো আই ড্রপ ব্যবহার করা। এই পদ্ধতি ওয়াটারপ্রুফ মাসকারার ক্ষেত্রেও কার্যকর। প্রতিদিন ব্যবহারের আই ড্রপের কয়েক ফোঁটা মাসকারা টিউবে ঢেলে দিন এরপর টিউবের মুখ ভালোভাবে বন্ধ করে হালকাভাবে ঝাঁকিয়ে নিন। আই ড্রপ এবং মাসকারা পুরোপুরি মিশে যাবে এবং আপনার মাসকারা আবার ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।
সূত্র: ফেমিনা, বিউটি অ্যান্ড দ্য বুটিকস, হোম রেমিডেন্স ফর মেকআপ
আরও পড়ুন
আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সুগন্ধি বদলে নিন
ঘরোয়া উপায়ে ভ্রু ঘন করুন সহজে
এসএকেওয়াই/জেআইএম