ঘরোয়া উপায়ে ভ্রু ঘন করুন সহজে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৭ অক্টোবর ২০২৫

ঘন ও সুন্দর ভ্রু মুখের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু অনেকের ভ্রু সময়ের সঙ্গে সঙ্গে পাতলা হয়ে যায়। এর পেছনে থাকতে পারে হরমোনের ভারসাম্যহীনতা, পুষ্টির ঘাটতি কিংবা নিয়মিত অতিরিক্তভাবে ভ্রু প্লাক করার অভ্যাস। ফলে প্রতিবার মেকআপের সময় ভ্রু ঘন দেখাতে আইব্রো পেন্সিল ব্যবহার করতেই হয়, যা অনেক সময় স্বাভাবিক লাগে না। তবে ঘরোয়া উপায় পরিচর্যা করলে প্রাকৃতিক ভাবে ভ্রু ঘন ও সুন্দর করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ঘরোয়া উপায় ভ্রু মোটা ও ঘন করবেন-

১. নারকেল তেল ব্যবহার করে

ভ্রু ঘন করার প্রাকৃতিক ও সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নারকেল তেল। এতে থাকা ভিটামিন ই, আয়রন, ফ্যাটি অ্যাসিড ভ্রুর রোমকূপকে পুষ্টি জোগায় এবং গোঁড়াকে মজবুত করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলোর সাহায্যে দুইফোঁটা নারকেল তেল ভ্রুর উপর হালকাভাবে মালিশ করে, সারারাত রেখে দিন এবং সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে নিন। নিয়মিত কয়েক সপ্তাহ এভাবে ব্যবহার করলে ভ্রু স্বাভাবিকভাবেই ঘন, কালচে ও আকর্ষণীয় হয়ে উঠবে।

ঘরোয়া উপায় ভ্রু ঘন করুন সহজে

২. ক্যাস্টর অয়েলের ব্যবহার

ভ্রু ঘন ও মজবুত করতে সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক উপাদানগুলোর একটি হলো ক্যাস্টর অয়েলের ব্যবহার। এতে থাকা রাইসিনোলিক অ্যাসিডও প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ভ্রুর চুলের গোঁড়ায় পুষ্টি জোগায় এবং নতুন ভ্রু গজাতে সাহায্য করে। এক ফোঁটা ক্যাস্টর অয়েল আঙুলের ডগা বা তুলার সাহায্যে ভ্রুতে আলতোভাবে লাগিয়ে নিন। সারারাত রেখে দিন এবং সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদিও ক্যাস্টর অয়েল কিছুটা ভারী হওয়ায় ত্বকে লাগালে একটু আঠালো লাগতে পারে, তবুও এটি ভ্রু ঘন করতে বেশ কার্যকর। চাইলে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও ভিটামিন ই অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতে ফল আরও দ্রুত মিলবে।

ঘরোয়া উপায় ভ্রু ঘন করুন সহজে

৩. পেঁয়াজের রস

ভ্রু ঘন করতে পেঁয়াজের রস বেশ কার্যকর ঘরোয়া উপাদান। পেঁয়াজে থাকা সালফার, ভিটামিন বি ও সি ভ্রুর চুলের গোঁড়াকে শক্তিশালী করে এবং নতুন ভ্রু গজাতে সাহায্য করে। একটি পেঁয়াজ ছেঁচে রস বের করে নিন। তুলার সাহায্যে সেই রস ভ্রুর নিচে আলতোভাবে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আবার এক থেকে দুই প্রলেপ দিন। পরে হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। পেঁয়াজের ঝাঁঝালো উপাদান ভ্রু বৃদ্ধিতে দ্রুত করে, তাই নিয়মিত ব্যবহারে ভ্রু ঘন ও কালচে হয়ে উঠবে।

ঘরোয়া উপায় ভ্রু ঘন করুন সহজে

৪. অ্যালোভেরা জেল

ভ্রু বেশি প্লাক করার কারণে যদি পাতলা হয়ে যায়, তাহলে অ্যালোভেরা জেল হতে পারে আপনার সবচেয়ে সহজ সমাধান। অ্যালোভেরায় থাকা এনজাইম ও ভিটামিন ভ্রুর রোমকূপকে সক্রিয় করে, নতুন ভ্রু গজাতে সাহায্য করে এবং ভ্রুর ঘনত্ব বাড়ায়। তাজা অ্যালোভেরা পাতার জেল বের করে ভ্রুতে ভালোভাবে মালিশ করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্রুতে অ্যালোভেরা জেল মেখে সারারাত রেখে দিতে পারেন।

এই কয়েকটি উপাদান নিয়মিত ব্যবহার করলে ভ্রু ধীরে ধীরে ঘন ও মজবুত হয়ে উঠবে, সঙ্গে মুখের সৌন্দর্যও বাড়বে কয়েকগুণ।

সূত্র: হেলথলাইন, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন
কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায়
চোখের ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে আই প্যাচ কি সত্যিই কাজ করে

এসএকেওয়াই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।