রং না নষ্ট করে জিন্স পরিষ্কার করার উপায়
ছবি: সংগৃহীত
জিন্স এমন এক পোশাক যা যত ব্যবহার করবেন, ততই আরামদায়ক হয়ে ওঠে। অফিসের ক্যাজুয়াল লুক হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা-সব জায়গাতেই মানিয়ে যায়। তবে জিন্স পরিষ্কার করার ক্ষেত্রে ভুল করলে দ্রুত রং ফিকে হয়ে যায় এবং কাপড় ক্ষতিগ্রস্ত হয়। সঠিক যত্ন নিলে বছরের পর বছর জিন্স থাকবে নতুনের মতো।
আসুন জেনে নেওয়া যাক জিন্স ধোয়ার সঠিক নিয়ম-
১.ঘন ঘন না ধোয়া
প্রতিবার পরে জিন্স ধোয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত ধুলে করলে রং ও কাপড়ের গুণমান নষ্ট হয়। সাধারণভাবে ৫-৬ বার পরার পর ধোয়া যথেষ্ট। দাগ লেগে গেলে শুধু ওই অংশ পরিষ্কার করলেই হয়ে যায়।
২. উল্টা করে ধোয়া
রং টিকে রাখতে জিন্স সবসময় উল্টো করে পরিষ্কার করবেন। এতে ঘর্ষণ কম হয় এবং বাইরের দিকের রং দীর্ঘস্থায়ী থাকবে।
৩.ঠান্ডা পানিতে ধোয়া
গরম পানিতে জিন্স ধুলে রং উঠে যায় ও ফাইবার নষ্ট হয়। তাই সবসময় ঠান্ডা পানিতে ধোয়া ভালো।
৪. মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করা
হ্যাশ ডিটারজেন্ট বা ব্লিচযুক্ত সাবান রং নষ্ট করে দেয়। লিকুইড মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। চাইলে পানিতে অল্প ভিনেগার মিশিয়ে নিতে পারেন- এটি রং ধরে রাখতে সাহায্য করে।
৫. ওয়াশিং মেশিনে সতর্কতা
ওয়াশিং মেশিনে ধোয়া যায়, তবে ডেলিকেট মোড বা জেন্টল সাইকেল ব্যবহার করুন। অতিরিক্ত ধোয়া জিন্সের ক্ষতি করে।
৬. একই জিন্স বারবার ব্যবহার
একটাই জিন্স বারবার পরার অভ্যাস ঠিক নয়। এতে ফ্যাব্রিকের ক্ষয় দ্রুত হয় এবং রং নষ্ট হতে থাকে।
৭. সরাসরি রোদে না শুকানো
রোদে শুকালে রং দ্রুত ফিকে হয়। তাই ছায়ায় বা বাতাসযুক্ত ঘরে শুকানো উত্তম।
৮. ড্রায়ার এড়িয়ে চলা
ড্রায়ারের অতিরিক্ত তাপে জিন্স সঙ্কুচিত হয় এবং স্থায়িত্ব কমে যায়। প্রয়োজন ছাড়া ইস্ত্রি করবেন না। ইস্ত্রি করলে উল্টো করে কম তাপে করবেন। ঝুলিয়ে রাখলে জিন্স বেশি ভালো থাকে।
সঠিক নিয়মে ধোয়া ও যত্ন নিলে জিন্স অনেকদিন টিকবে এবং রং ও থাকবে একদম নতুনের মতো। ঘন ঘন না ধোয়া, ঠান্ডা পানি ব্যবহার, মাইল্ড ডিটারজেন্ট ও ছায়ায় শুকানো- এই কয়েকটি সহজ অভ্যাসই আপনার প্রিয় জিন্সকে দীর্ঘদিন সুন্দর ও টেকসই রাখতে সাহায্য করবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও গুড হাউজ কিপিং
আরও পড়ুন
ইস্ত্রি ঝকঝকে রাখার সহজ ঘরোয়া টিপস
ঘরে তেলাপোকা দূর করার উপায়
এসএকেওয়াই/এমএস