ঘরে তেলাপোকা দূর করার উপায়
রান্নাঘরের লাইট বন্ধ হলেই বাড়তে থাকে তেলাপোকার আনাগোনা। যতই ঘর পরিষ্কার রাখা হোক না কেন, রাত হলেই তারা ঘরবাড়ির রাজা হয়ে ওঠে। বিশেষ করে চায়না তেলাপোকা নামে পরিচিত ছোট ছোট তেলাপোকা ময়লা-আবর্জনা থেকে উঠে এসে খাবার, কাপড়চোপড়সহ সব জায়গায় ঘুরে বেড়ায় এবং নানা ধরনের অসুখ-ব্যাধি ছড়ায়।
তেলাপোকার উপদ্রবকে ঘরে রাখা একেবারেই কঠিন, আর ওষুধ দিয়ে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে শিশু কিংবা পোষা প্রাণীর স্বাস্থ্যঝুঁকিও বেড়ে যায়।
তবে ঘরোয়া কিছু সহজ উপায়ে কীটনাশক ছাড়াই এই সমস্যা মোকাবেলা করা সম্ভব। জেনে নিন কীটনাশক ছাড়াই কীভাবে মুক্তি পাবেন তেলাপোকার উপদ্রব থেকে।
১. পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে জরুরি
প্রতিদিন রান্নাঘর এবং সিঙ্ক পরিষ্কার রাখুন। রাতে সিঙ্কে বাসনপত্র ফেলে রাখবেন না এবং খাবার খোলা অবস্থায় রেখে যাবেন না। আবর্জনার ডাস্টবিন অবশ্যই ঢাকনা দিয়ে ব্যবহার করুন এবং প্রতিদিন তা বাইরে ফেলে দিন। এই সহজ অভ্যাসগুলো তেলাপোকার উপদ্রব কমাতে খুবই কার্যকর।
২. বেকিং সোডা ও চিনি
তেলাপোকারা মিষ্টির গন্ধে আকৃষ্ট হয়। বেকিং সোডা এবং চিনি সমপরিমাণে মিশিয়ে তেলাপোকা বেশি দেখা যায় এমন জায়গায় ছড়িয়ে দিন। এই মিশ্রণ তেলাপোকার জন্য বিপজ্জনক। তেলাপোকা এটি খেলে মারা যায়, ফলে ঘর থেকে তেলাপোকার উপদ্রব কমে যায়।
৩. তেজপাতা বা নিমপাতা
প্রাকৃতিকভাবে ঘরে সতেজতা তৈরি করতে তেজপাতা এবং নিমপাতা খুব কার্যকর। রান্নাঘরের আলমারি বা সিঙ্কের নিচে শুকনো তেজপাতা রাখুন। নিমের তেল ও পাউডারও তেলাপোকার জন্য কার্যকর। একটি স্প্রে বোতলে পানির সঙ্গে অল্প নিম তেল মিশিয়ে যেখানে তেলাপোকা বেশি থাকে সেখানে স্প্রে করুন। এছাড়া নিমের গুঁড়া পানিতে মিশিয়ে রাতে তেলাপোকার চলাচলের জায়গায় ছিটিয়ে দিন। এই ঘরোয়া উপায়গুলো তেলাপোকার উপদ্রব কমবে।
৪. গোলমরিচ, পেঁয়াজ ও রসুন
গোলমরিচ, পেঁয়াজ ও রসুন-প্রতিটি আধা কাপ করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে এতে ১ লিটার পানি মেশান। যেখানে তেলাপোকার উৎপাত বেশি সেখানে ছিটিয়ে দিন। এই মিশ্রণের তীব্র গন্ধে তেলাপোকা দূরে চলে যাবে।
৫. ন্যাপথলিনের ব্যবহার
তেলাপোকা ন্যাপথলিনের গন্ধ সহ্য করতে পারে না। যেখানে তেলাপোকা বেশি আসে, সেখানে কয়েকটি ন্যাপথলিন ছড়িয়ে দিন। এতে তেলাপোকার সংখ্যা কমে যাবে এবং ঘরবাড়ি তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে।
৬.বোরাক্স ও চিনি দিয়ে তেলাপোকা দূর করুন
বোরাক্স ও চিনি একসাথে মিশিয়ে নিন-৩ ভাগ বোরাক্স এবং ১ ভাগ চিনি ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি সেই জায়গায় ছড়িয়ে দিন, যেখানে তেলাপোকার আনাগোনা বেশি। রান্নাঘর, সিঙ্ক বা বেসিনের নিচের জায়গাতেও ছড়িয়ে দিতে পারেন। পরদিন দেখবেন অনেক তেলাপোকা মারা গেছে। ঘরের তেলাপোকা দূর করতে এটি কয়েকদিন পরপর ব্যবহার করুন।
সূত্র: হোমস অ্যান্ড গার্ডেনস, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
আরও পড়ুন
সাবান ছাড়াই ইলেকট্রিক কেটলি পরিষ্কার করুন সহজে
আসল জাফরান চেনার সহজ কৌশল
এসএকেওয়াই/জেআইএম