ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

শীতে কি আসলেই ঘরে তেলাপোকার উপদ্রব বাড়ে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

শীতের শুরু মানেই ঝামেলার তালিকায় যুক্ত হয় তেলাপোকা। বছরের এই সময়টাতে বাইরে কম দেখা গেলেও তেলাপোকা ঘরের ভেতরে আরও সক্রিয় হয়ে পড়ে। তবে ঠান্ডা পড়লে কি সত্যিই তেলাপোকা দলবেধে ঘরে ঢোকে?

কেন শীতে তেলাপোকা ঘরে আসে?

তেলাপোকা স্বভাবে এক্সপার্ট সার্ভাইভার। কিন্তু ঠান্ডা তাপমাত্রার সঙ্গে তাদের সম্পর্ক ভালো না। বাইরে তাপমাত্রা কমে গেলে এদের শরীর কার্যকরভাবে কাজ করতে পারে না। ফলে তারা খোঁজে উষ্ণ জায়গা, স্থায়ী আর্দ্রতা, সহজ খাদ্যের উৎস ও নিরাপদ আশ্রয়।

এই চারটি সুবিধাই পাওয়া যায় আমাদের রান্নাঘরের ভেতরে। একারণে শীত আসলেই তেলাপোকা দ্রুতই আমাদের বাড়িতে ঢুকে পড়ে। দরজার নিচের ফাঁক, জানালার চিল, ড্রেনলাইন বা পাইপের ছোট ফাটল — এসবই তাদের জন্য এন্ট্রি রুট।

কোন প্রজাতির তেলাপোকা শীতে বেশি প্রবেশ করে?

বিশেষজ্ঞরা জানান, শীতে যে তেলাপোকাগুলো ঘরের ভেতরে দেখতে পাওয়া যায়, তাদের বেশিরভাগই সাধারণ ইনডোর-প্রবণ প্রজাতি। এর মধ্যে জার্মান ককরোচ বাসাবাড়িতে মানুষের তৈরি পরিবেশেই সবচেয়ে ভালো বেঁচে থাকে। অন্যদিকে আমেরিকান বা স্মোকিব্রাউন ককরোচ সাধারণত বাইরে থাকে, কিন্তু ঠান্ডা বাড়লে ঘরের উষ্ণতা এদেরও আকর্ষণ করে।

শীতে কি আসলেই ঘরে তেলাপোকার উপদ্রব বাড়ে

ঘরে তেলাপোকা ঢুকলে সমস্যা কোথায়?

রান্নাঘর ও বাথরুমে তেলাপোকা শুধু বিরক্তির কারণ নয়, তাদের শরীরে থাকে নানা রোগজীবাণু - যেমন ই. কোলাই, সালমোনেলা, ছত্রাক ও আরও অনেক অ্যালার্জেন। শীতকালে এরা ঘরে ঢুকে পড়লে-

>> খাবার দূষিত করতে পারে
>> হাঁপানি ও অ্যালার্জি বাড়াতে পারে
>> শিশুর খেলনা বা বাসনপত্রে জীবাণু ছড়িয়ে দিতে পারে

অর্থাৎ, বিষয়টি কেবল ঘিনঘিনে লাগার নয়, স্বাস্থ্যঝুঁকিও আছে।

কীভাবে প্রতিরোধ করবেন?

শীতকালে তেলাপোকা নিয়ন্ত্রণে রাখার জন্য কয়েকটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়—

১. ফাঁকফোকর বন্ধ করুন
২. আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন
৩. খাবার খোলা রাখবেন না
৪. ড্রেন ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক রাখুন
৫. প্রয়োজনে পেস্ট কন্ট্রোল করুন

শীতকালে তেলাপোকা ঘরে ঢুকবে, এটাই তাদের স্বাভাবিক আচরণ। কিন্তু ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফাঁক বন্ধ করা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের মতো সহজ কৌশল মানলে এই ‘অতিথি’ আপনার ঘরে থাকার সুযোগ পাবে না।

সূত্র: সাউদার্ন লিভিং

এএমপি/এএসএম

আরও পড়ুন