ত্বকের বলিরেখা দূর করবে পেঁয়াজ কিন্তু কীভাবে
চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার নতুন কিছু নয়। ঝাঁঝাল গন্ধ উপেক্ষা করেও বহু মানুষ স্ক্যাল্পে পেঁয়াজের রস ব্যবহার করেন নতুন চুল গজানোর আশায়। কিন্তু মুখে পেঁয়াজ? শুনেই অনেকের কপালে ভাঁজ পড়তে পারে। তবে রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, এই সাধারণ রান্নাঘরের উপাদানেই লুকিয়ে আছে ত্বকের তারুণ্য ধরে রাখার শক্তিশালী উপাদান।
পেঁয়াজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সালফার ও ভিটামিন সি-যা ত্বকের বলিরেখা কমাতে, কালচে ভাব দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে। যা আমাদের ত্বকের কোষগুলোকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে।

মাসে দুইবার নিয়ম করে পেঁয়াজের রস বা পেস্ট ব্যবহার করলে ত্বকের টেক্সচারে চোখে পড়ার মতো পরিবর্তন আসতে পারে। চাইলে পেঁয়াজের রসের সঙ্গে কিছু ঘরোয়া উপাদান মিশিয়ে আলাদা আলাদা ত্বকের সমস্যার সমাধানও করা যায়।
পেঁয়াজের রস ও মধু
পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে ব্যবহার করুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের রোমকূপ পরিষ্কার করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ফলে ত্বক দেখাবে আরও সতেজ ও প্রাণবন্ত।
পেঁয়াজের রস ও টক দই
এক্সফোলিয়েশন করতে আলাদা স্ক্রাবের দরকার নেই। পেঁয়াজের রসের সঙ্গে টক দই মিশিয়ে মুখে লাগালে জমে থাকা মৃত কোষ সহজেই উঠে আসবে। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বলতা বাড়বে।
পেঁয়াজের রস ও লেবু রস
সময় কমায় ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে এই প্যাক এড়িয়ে চলাই ভালো।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা
শুষ্ক ও খসখসে ত্বকের জন্য আদর্শ এই মিশ্রণ। পেঁয়াজের রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা কমে যায়।
পেঁয়াজের রস ও বেসন
তৈলাক্ত ত্বকে অতিরিক্ত সেবামের সমস্যা হলে পেঁয়াজের রস ও বেসনের প্যাক কার্যকর। এটি ত্বকের তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে এবং ত্বকেরও উন্নত করে।
তবে ব্যবহার করার আগে অবশ্যই হাতে বা কানের পেছনে প্যাচ টেস্ট করে নিন-ত্বক ভালো থাকলেই সৌন্দর্য টিকে থাকবে দীর্ঘদিন
সূত্র: বোল্ডস্কাই, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন:
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে হোয়াইট চকলেট কীভাবে কাজ করে
ফ্যাশন দুনিয়া কাঁপাচ্ছে হালো লিপস
এসএকেওয়াই/