ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

প্যারিসে ইতিহাস গড়লেন সর্বকনিষ্ঠ ভিয়েতনামি ডিজাইনার ফান হুই

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০২:৩৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬

প্যারিস ফ্যাশন উইকের পর্দা নামল, আর এবারের শোতে ইতিহাস গড়লেন ভিয়েতনামের ডিজাইনার ফান হুই। মাত্র ২৭ বছর বয়সে তিনি প্যারিসের অফিসিয়াল হাউট কতুর ক্যালেন্ডারে নিজের সংগ্রহ উপস্থাপন করে সর্বকনিষ্ঠ ডিজাইনার হিসেবে জায়গা করে নিলেন। এছাড়া ফান হুই এই মঞ্চে অংশগ্রহণ করা প্রথম ভিয়েতনামি ডিজাইনার।

dtyh

পশ্চিম প্যারিসের একটি ভেন্যুতে আয়োজিত শো-তে ফান হুই ফ্যাশন দুনিয়াকে রোমাঞ্চিত করেছেন। ২০২৩ সালে নিজের নামেই লেবেল প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইন ক্লাবের সদস্য হয়েছেন। এক সপ্তাহের মধ্যেই তার ফ্যাশন আত্মপ্রকাশ, সেলিব্রিটিদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার অভিজ্ঞতা-সব মিলিয়ে স্বপ্নের মতো এক সময় তৈরি করেছেন।

রাজকীয় অনুপ্রেরণায়
তার ২০২৬ বসন্ত/গ্রীষ্মের সান্ধ্য পোশাকের সংগ্রহে ব্যবহার করা হয়েছে হালকা মসলিন ও টিউল কাপড়। সঙ্গে হাতে সেলাই করা ফুল ও পুঁতির সূক্ষ্ম অলঙ্করণ। পুরো সংগ্রহের অনুপ্রেরণা এসেছে ভিয়েতনামের প্রাক্তন রাজকীয় নগুয়েন রাজবংশ থেকে-যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক নান্দনিক মেলবন্ধন দেখা যায়।

ফান হুই বলেন, ‘আমি খুব খুশি ও গর্বিত। ভিয়েতনামের সংস্কৃতি ও সৃজনশীলতাকে বিশ্বের সামনে তুলে ধরতে পারছি এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

wert

ভিয়েতনাম মূলত পশ্চিমা বাজারের পোশাক উৎপাদনের জন্য পরিচিত। তবে ফানের ব্যবসায়িক অংশীদার স্টিভেন ডোয়ান স্পষ্ট করে বলেন‘আমরা প্রমাণ করতে চাই, ভিয়েতনাম শুধু পোশাক বানায় না, ভিয়েতনাম ফ্যাশনও তৈরি করে।’

বৈচিত্র্যের পথে হাউট কতুর
ফরাসি ফ্যাশন ফেডারেশন এফএইচসিএম-এর উদ্যোগে হাউট কতুর এখন আরও বৈচিত্র্যময়। এই সপ্তাহের শেষ দিনে সৌদি লেবেল আশি স্টুডিও এবং সিরিয়ান ডিজাইনার রামি আল আলি-র শোও ছিল, যিনি গত বছর প্রথমবার অফিসিয়াল সময়সূচীতে যুক্ত হন।

ert

আলোচনার কেন্দ্রে নতুন ডিজাইনাররা
গত চার দিনের সবচেয়ে বেশি আলোচিত ইভেন্টগুলোর মধ্যে ছিল শ্যানল ও ডিওর-এর নতুন ডিজাইনার ম্যাথিউ ব্লেজি এবং জোনাথন অ্যান্ডারসন-এর হাউট কতুরে আত্মপ্রকাশ। ইউরোপীয় বিলাসবহুল ফ্যাশন দুনিয়ায় গত এক বছরে সৃজনশীল পরিচালকের বড় রদবদলের অংশ হিসেবেই দেখা যায়।নতুন প্রজন্মের এই প্রতিভাদের কাজ হলো ফ্যাশনের সবচেয়ে সম্মানিত ও লাভজনক লেবেলগুলোকে আধুনিকীকরণ করার জন্য।

অনুপ্রেরণা ও দর্শকদের সাড়া
ম্যাথিউ ব্লেজি তার সংগ্রহের জন্য পাখির জীবনকে অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছিলেন। নকশাগুলো ছিল পরিধানযোগ্য ও আবেগঘন, যেখানে অস্বাভাবিক সংখ্যক বয়স্ক মডেল অংশ নেন। সামনের সারিতে সেলিব্রিটিদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অভিনেতা নিকোল কিডম্যান, গায়িকা দুয়া লিপা, এবং র‍্যাপার এসএপি রকি সেখানে বসেছিলেন।

সূত্র: এএফপি,বারনস,মালয়ে মেইল

আরও পড়ুন:
নেটফ্লিক্সের নতুন কে-ড্রামার নায়কের স্টাইল কেন টেন্ড্রিংয়ে 
আপনার আলমারি কি পরিবেশের শত্রু? 

এসএকেওয়াই/

আরও পড়ুন