ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

রাসায়নিক উপাদান ছাড়াই চুল রঙিন করুন ঘরোয়া তেলে

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬

বাঙালি মেয়েদের চুলের স্বাভাবিক রং কালো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে সাদা ছোপ পড়া একেবারেই স্বাভাবিক। তবে আধুনিক জীবনে অনেকেই নিজের পছন্দ আর ব্যক্তিত্ব প্রকাশ করতে চুলে রং করতে ভালোবাসেন। বাজারে সহজলভ্য রাসায়নিক হেয়ার কালার এই কাজটা সহজ করে দিলেও, এর সঙ্গে জড়িয়ে আছে চুলের ক্ষতি ও স্বাস্থ্যঝুঁকির ভয়। চুল রুক্ষ হয়ে যাওয়া, ভেঙে পড়া কিংবা উজ্জ্বলতা হারানোর মতো সমস্যার মুখোমুখি হতে হয় অনেককেই।

যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় জানা গেছে, হেয়ার স্টাইলিং ও হেয়ার কালারে ব্যবহৃত কিছু রাসায়নিক দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ডায়ামিনোসেল সালফেট ও প্যারা-ফেনিলেনডায়ামাইনের মতো উপাদান ক্যানসার সৃষ্টিকারী কোষের বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এছাড়া এই রাসায়নিকগুলো হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে বলেও গবেষণায় উঠে এসেছে।

তাই ভরসা ঘরোয়া উপায়ে
এই কারণেই অনেকেই আবার ফিরে যাচ্ছেন প্রাকৃতিক উপায়ের দিকে। ঘরোয়া উপাদান ব্যবহার করে চুলে রং করা নতুন কোনো ধারণা নয়। একসময় ভেষজ উপকরণ দিয়েই চুলের যত্ন নেওয়া হতো। প্রাকৃতিক তেলে তৈরি রং চুলের ক্ষতি না করে বরং পুষ্টি জোগায়, চুল রাখে নরম ও উজ্জ্বল। যদিও এই রং রাসায়নিক রঙের মতো দীর্ঘস্থায়ী নয়, তবে নিয়মিত ব্যবহারে চুলে থাকে স্বাভাবিক আভা।

CFG

বিটে বার্গেন্ডি আভা
বিট দিয়ে তৈরি তেল চুলে মৃদু বার্গেন্ডি রং আনতে সাহায্য করে। ১টি বিট ভালো করে টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তার রস বের করে নিতে হবে। সেই রসের সঙ্গে ৩ টেবিল চামচ নারিকেল তেল বা আর্গন অয়েল মিশিয়ে নিতে হবে। এই তেল চুলে ও মাথার ত্বকে ম্যাসাজ করে এক ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে চুলে লালচে ঝলমলে আভা দেখা যায়।

গাজরে হালকা কমলা ছোঁয়া
চুলে নরম কমলা বা কপার টোন আনতে গাজরের রস বেশ কার্যকর। একটি গাজরের রস করে তার সঙ্গে তিন টেবিল চামচ নারিকেল বা আর্গন অয়েল মিশিয়ে নিতে হবে। মাথায় ভালো করে মেখে এক ঘণ্টা রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলে চুলে আসে হালকা কমলা রঙের ছোঁয়া। সপ্তাহে এক দিন করে ব্যবহার করলে এই রং বেশ কিছুদিন বজায় থাকে।

কফিতে বাদামি রং
কফির তেলের জন্য প্রয়োজন গাঢ় কফি এবং নারিকেল তেল বা আর্গান তেল। কফি এবং তেল ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত মাখুন। এক ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে এক দিন নিয়মিত ব্যবহারে চুলকে একটি গাঢ় বাদামি রং দিতে পারে।

প্রাকৃতিক উপায়ে চুলে রং মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং চুলের দীর্ঘমেয়াদি যত্ন। রাসায়নিকের ঝুঁকি এড়িয়ে চুলকে পুষ্টি দিতে চাইলে ঘরোয়া এই রঙিন তেল হতে পারে নিরাপদ ও সুন্দর একটি বিকল্প। নিয়মিত যত্নেই চুল থাকবে মসৃণ আর চোখে পড়ার মতো ঝলমলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে 
শীতকালে চুলে খুশকি বাড়ার আগেই নিন প্রতিরোধের ব্যবস্থা 

এসএকেওয়াই/

আরও পড়ুন