ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

কর্মজীবী মহিলা হোস্টেলের খোঁজখবর

প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৯ জুন ২০১৫

পড়াশোনা কিংবা চাকরির প্রয়োজনে ঢাকায় আসেন দেশের বিভিন্ন প্রান্তের নারীরা। তাদের অনেকের জন্যই মানসম্মত থাকার জায়গা খুঁজে পাওয়াটা বেশ কষ্টকর। এই কষ্ট দুর করতে বেসরকারি/ব্যক্তি মালিকানায় ঢাকা শহরের ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, উত্তরা, সিদ্ধেশ্বরী এলাকায় কর্মজীবী মহিলা ও ছাত্রী হোস্টেল গড়ে উঠেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা, লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ, উন্নত খাবার এবং মানসম্মত থাকার ব্যবস্থা রয়েছে এই সব হোস্টেলে।

কক্ষ ব্যবস্থাপনা, থাকা ও খাবার ফি :
সাধারণত প্রত্যেক হোস্টেলে প্রতিটি কক্ষে ১ জন, ২জন, ৩ জন, ৪ জন ও ৫ জন করে থাকার ব্যবস্থা রয়েছে। সিঙ্গেল রুমের থাকা খাওয়া সহ খরচ হয় উত্তরাতে ৫,৫০০ টাকা, মগবাজার ও সিদ্ধেশ্বরীতে ৬,০০০ টাকা, ফার্মগেটে ৪,৫০০ টাকা এবং মোহাম্মদপুরে ৩,০০০ টাকা। দুই জনের রুমে প্রতি সিট ভাড়া ও খাওয়া সহ খরচ উত্তরাতে ৫০০০ টাকা, মোহাম্মদপুরে ৩,৬০০ টাকা, মগবাজার ও সিদ্ধশ্বরীতে ৪,৫০০ টাকা এবং ফার্মগেটে ৪,০০০ টাকা। ৩জন/ ৪জন/ ৫জনের রুমে প্রতি সিট ভাড়া ও খাওয়া সহ উত্তরাতে ৪,৫০০ টাকা, মোহাম্মদপুরে ৩,০০০ টাকা থেকে ৩,২০০ টাকা, মগবাজার ও সিদ্ধশ্বরীতে ৪,০০০ টাকা এবং ফার্মগেটে ২,৫০০ টাকা থেকে ২৮০০ টাকা।

সিট প্রাপ্তির নিয়মাবলী ও অন্যান্য ফি :
সিট নিতে হলে সদস্য ফরম পূরণ করতে হয়। বাবা মা ছাড়াও ঢাকায় লোকাল অভিভাবকের নাম, ঠিকানা এবং ছবি জমা দিতে হয়। ভর্তি ফি বাবদ উত্তরাতে ২,০০০ টাকা, মোহাম্মদপুরে ১,০০০ থেকে ১,২০০ টাকা, মগবাজার বা সিদ্ধশ্বরীতে ২,৪০০ টাকা এবং ফার্মগেটে ১৫০০ টাকা থেকে ১,৮০০ টাকা প্রদান করতে হয়। কম্পিউটার ব্যবহার করলে অতিরিক্ত ১৫০ টাকা থেকে ২০০ টাকা প্রদান করতে হয়। প্রত্যেক মাসের ৫ তারিখের মধ্যে মাসের থাকা খাওয়ার ফি পরিশোধ করতে হয়।

প্রবেশের সময়সূচী :
নিরাপত্তার কথা চিন্তা করে হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রীদের ক্ষেত্রে ফেরার সময় রাত ৮.০০ টা এবং কর্মজীবি মহিলাদের ক্ষেত্রে রাত ১০.০০ টা।

সাথে যা আনতে হবে :
হোস্টেল গুলো থেকে থাকার খাট, টেবিল সরবরাহ করা হয়। বোডারদের তোষক, বালিশ, চাদর, থালাবাসন ও ফ্যান নিয়ে আসতে হয়।

টাকা ও গহনা রাখার ব্যবস্থা :
বোডারদের নিজরুম থেকে টাকা বা গহনা হারিয়ে গেলে কর্তৃপক্ষ কোন প্রকার দায়দায়িত্ব নেয় না। তবে বোডাররা ইচ্ছে করলে রিসিভ কপির মাধ্যমে টাকা বা গহনা হোষ্টেল কর্তৃপক্ষের নিকট জমা রাখতে পারে। সে ক্ষেত্রে সকল দায়-দায়িত্ব কর্তৃপক্ষের।

বিবিধ :
হোষ্টেলে সিট ছাড়তে হলে অন্তত ১ মাস আগে কর্তৃপক্ষকে জানাতে হবে। ইচ্ছা করলে বোডাররা নিজেও রান্না করতে পারেন। তবে এতে মাসিক ফি’র কোন প্রকার কম করা হয় না।

কয়েকটি মহিলা হোস্টেলের ঠিকানা :

নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেল    
নিউমার্কেট, নীলক্ষেত

হ্যাপি হোম মহিলা হোস্টেল    
মিরপুর, মিরপুর

স্বর্গ ছাত্রী নিবাস    
লালবাগ, আজিমপুর

শান্তি নিবাস ছাত্রী হোস্টেল    
মোহাম্মদপুর, মোহাম্মদপুর

নিরাপদ ছাত্রী হোস্টেল
লালবাগ, আজিমপুর

শেলটেক জয় ছাত্রী হোস্টেল    
গুলশান, বনানী

সিদ্দিকীয়া ছাত্রী নিবাস    
লালবাগ, আজিমপুর

স্বপ্ননীড় ছাত্রী হোস্টেল
লালবাগ, আজিমপুর

বেগম রোকেয়া কর্মজীবি মহিলা হোস্টেল
খিলগাঁও, ঢাকা

নাজিয়া ছাত্রী হোস্টেল
মোহাম্মদপুর, লালমাটিয়া

ড্যাব ছাত্রী হোস্টেল    
মোহাম্মদপুর, লালমাটিয়া

পুষ্পধান ছাত্রী হোস্টেল    
গুলশান, গুলশান ১

এম এস গার্লস হোস্টেল    
গুলশান, বনানী

উত্তরা কর্মজীবি মহিলা হোস্টেল    
উত্তরা, সেক্টর ৩

অভিজাত ছাত্রী হোস্টেল    
উত্তরা, সেক্টর ০৭

ক্যালিফোর্নিয়া এক্সক্লুসিভ ছাত্রী হোস্টেল    
মোহাম্মদপুর, পশ্চিম ধানমন্ডি

রংধনু মহিলা হোস্টেল    
ধানমন্ডি, ধানমন্ডি

সেন্ট জনস গার্লস হোস্টেল    
তেজগাঁও, তেজকুনী পাড়া

গার্ডিয়ান হোমস     
তেজগাঁও, ফার্মগেট

আপনঘর ছাত্রী হোস্টেল    
তেজগাঁও, ফার্মগেট

তরুলতা ছাত্রী নিবাস    
তেজগাঁও, মণিপুরী পাড়া

গার্লস হোস্টেল    
ধানমন্ডি, ধানমন্ডি

মাদার তেরেসা ছাত্রী হোস্টেল        
উত্তরা, সেক্টর ৯

মোহনা গার্লস হোস্টেল    
মোহাম্মদপুর, মোহাম্মদপুর

নাবা ছাত্রী হোস্টেল
রমনা, মগবাজার

এইচএন/এমএস