ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

কোন কবিতা তুই হবি বল?

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ মার্চ ২০২৫

ওয়ালিদ জামান

বর্ষা হলো ফিকে, বৃষ্টি ব্যাহত
কবিতার শোকে কবি আহত
চোখে রয়ে যায় দুই ফোটা জল
কোন কবিতা তুই হবি বল?

যতদূর যায় চোখ, দৃষ্টি ভাসায়
ভেজা কাজল কাহারে শাসায়
ভালোবেসে হায় আঁখি ছলছল
কোন কবিতা তুই হবি বল?

রুদ্ধ ঘরে আজ প্রেমের দ্রোহ
কাজল চোখে তার অপরূপ মোহ
নীরবে দহন করে জ্বলজ্বল
কোন কবিতা তুই হবি বল?

আঁধার কেটে জ্বলে আলোক বাতি
তাতে মোরা জাগি সারারাতি
আর জেগে রয় এক দাবানল
কোন কবিতা তুই হবি বল?

এসইউ/জেআইএম

আরও পড়ুন