ওয়াল্ট হুইটম্যানের কবিতা: হে আমি! হে জীবন!
ভাষান্তর: শাহ বিলিয়া জুলফিকার
হায় আমি! হায় জীবন! প্রশ্নেরা ফেরে বারবার,
বিশ্বাসহীন মানুষের অন্তহীন চলার সারি আর।
মূর্খতায় ভরা নগরী, চারদিকে কোলাহল,
নিজেকেই দোষ দিই সদা, আমিই কি নই অচল?
আমার চেয়ে বড় মূর্খ আর কে আছে এই ভবে,
আমার চেয়ে বিশ্বাসহীন আর কে আছে তবে?
চোখ চায় আলো, পায় না কিছু, ব্যর্থ সে কামনা
তুচ্ছ বস্তু, নিত্য সংগ্রাম শেষহীন সে যাতনা
সব চেষ্টার ফল অল্পই, বেদনাময় সে ফল,
দেখি চারপাশে ধীর, নীচ জনতার ঢল।
পরের নিরর্থ-বৃথা সময়ের সাথে
জীবন মোর আছে জড়িয়েও তাতে
এই প্রশ্নই ফেরে বারবার, হায় আমি, হায় প্রাণ—
এই সবকিছুর মাঝেই তবে জীবনের কী মান?
উত্তর:
তুমি আছো, জীবন আছে, আছে পরিচয়
আছে অস্তিত্ব সে তো তুমিময়
জীবন-নাট্য চলছে যেথায় বিস্তৃত (শক্তিশালী) রঙ্গে,
তাতেই একটি স্তবক লিখতে পারো নানান ঢঙে
এসইউ