ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিলকিস নাহার মিতুর ছড়া: বঞ্চিত শ্রমিকেরা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:১১ পিএম, ০১ মে ২০২৫

কামার কুমার জেলে তাঁতি
বঞ্চিত হয় রোজ,
অসহায়ের মতো বাঁচে
কেউ নেয় না খোঁজ।

ওরাই ঘোরায় দেশের চাকা
তবুও দাও গালি,
সবার শান্তি ফিরিয়ে দেয়
শরীরের ঘাম ঢালি।

ওদের দাবি হয় না আদায়
অবহেলায় মরে,
বিশ্ব কেন এসব দেখে
থাকে চুপটি করে?

এসইউ/এএসএম

আরও পড়ুন