দুইশ এগারোটি কবিতা
মুহিবুল হাসান রাফি
একটি চিঠি লিখেছিলাম
যৌবনের স্বপ্ন, মাধুর্য, আবেগ মিশিয়ে বেশ কয়েক লাইন
পাঠিয়েছিলাম পোস্টের খামে
সেই চিঠি এখনো পাওনি, আমি জানি।
কত ভুল হয়, লেখা শব্দচয়নে
ভুল ঠিকানায় যায়,
প্রাপকের ঠিকানা মুছে যায়, ভুল হয় পোস্টকোড
অতঃপর সব চিঠি ঠিকঠাক পৌঁছায় না, প্রাপকের কাছে।
তারপর পার হয়ে গেলো, কয়েক যুগ
এখনো লেপ্টে আছে স্মৃতিগুলো,
গোধূলী বেলার খেয়াঘাট, খোলা চুল
উঁচু খোঁপা, অপেক্ষিত কত আয়োজন।
পথ চেয়ে বসে আছো, বুকে জড়িয়ে কবিতা
পত্রিকার শিরোনামে, কত কলাম
অথচ নেই কোনো প্রশান্তি।
হুমায়ুন আহমেদ, আহমদ ছফা, নির্মলেন্দু গুণ,
জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সকলেরই কবিতা ভীষণ প্রিয়
অথচ জানতেই পারোনি
শত রাত তোমায় ভেবে লিখেছি
দেরাজে বন্ধ দুইশ এগারোটি কবিতা।
এসইউ/এএসএম