এস এম সুলতান দোলন ছবি আঁকা উৎসবে বিজয়ী যারা
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘এস এম সুলতান দোলন ছবি আঁকা উৎসব ২০২৫’। ৩০ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন রং-তুলির বাহার আর সৃজনশীলতার উচ্ছ্বাসে পরিণত হয় অনন্য শিল্পমেলায়।
প্রায় ৫০০ শিশু-কিশোরের অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে আঁকা ছবিগুলোয় ফুটে ওঠে প্রকৃতি, মুক্তিযুদ্ধ, রূপকথা, স্বপ্নের বাংলাদেশ, পরিবার ও পরিবেশসহ নানা বৈচিত্র্যময় চিত্রকল্প।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন কবি মোহন রায়হান, ভাস্করশিল্পী মাহবুব জামাল শামীম, কবি রেজাউদ্দিন স্টালিন ও সহযোগী অধ্যাপক মো. আবদুল আজিজ। শুভেচ্ছা বক্তব্য দেন দোলন সম্পাদক কামাল মুস্তাফা।
প্রতিযোগিতায় ক বিভাগে (শিশু শ্রেণি-৩য় শ্রেণি) প্রথম ফারহিন মাহবুব নিলয়, দ্বিতীয় আইরিন বিন হাসান, তৃতীয় কামরুন নাহার। খ বিভাগে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি) প্রথম আইমা রহমান, দ্বিতীয় মৃন্ময়ী বসাক, তৃতীয় ফারহা মাহবুব নির্ঝর। গ বিভাগে (৭ম-১০ম শ্রেণি) প্রথম নীলা নীলাদ্রি ভট্টাচার্য, দ্বিতীয় উজ্জয়িনী দাস, তৃতীয় মেহরাব জামান আরিয়ান।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। তারা বলেন, এস এম সুলতানের শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে দোলনের এ উদ্যোগ হবে মাইলফলক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও আবৃত্তিকার সূনৃত সুজন।
এসইউ/জেআইএম