সিবগাতুর রহমানের কবিতা
অনুভূতির মন মহল
তুমি আমার অনুভূতির মন মহলে
গড়েছো এক বসতবাড়ি,
গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্তে মায়ার ছলে
বাঁধো তুমি প্রেমের সারি।
যখন তুমি মেঘ হয়ে ভেসে বেড়াও
আমার মন ছুটে যায়,
যখন তুমি রিমিঝিমি বাদ্য বাজাও
আমার মন ভরে যায়।
যখন তুমি স্নিগ্ধ ছুঁয়ে যাও পালিয়ে
আলতো করে অনুরাগে,
যখন তুমি জড়িয়ে ধরো তপ্ত গায়ে
হৃদয় নাচে প্রেমাবেগে।
যখন তুমি নীলাকাশে থমকে থাকো
আমার চোখ জুড়ে যায়,
যখন তুমি চাঁদের হাসি ঢেকে রাখো
আমার মন উড়ে যায়।
যখন তুমি ঝড় হয়ে আছড়ে পড়
তখন আমি ভয়েই মরি,
যখন তুমি বান হয়ে অঝোরে ঝরো
ভাঙে আমার হৃদয়তরী।
যখন তুমি ঝরাও ঢল ভীষণ বেগে
আমার হুঁশ উড়ে যায়,
যখন তুমি নিত্য ঝরো আপন রাগে
আমার নিদ উবে যায়।
অনুভূতির মাঝে তুমি আছো মিশে
আনন্দ-ভয়-অনুরাগে,
উষ্ণ আলিঙ্গনে তুমি থেকো পাশে
যদি আমার একা লাগে।
এসইউ/এমএস