ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

দারুস সালাম মাসুদের কাপলেট

আত্মানুসন্ধান এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০২ পিএম, ০১ নভেম্বর ২০২৫

আত্মানুসন্ধান
যেথায় খুশি ঘুরতে পারি, আমি এক মন
নিজেকে খুঁজে পেতে একাকিত্ব প্রয়োজন।

আত্মপরতা
একটা ফুল তোমায় দিলাম, একটা নিলাম আমি
এখন তুমি ভেবে মরছো, কোন ফুলটা দামি।

নিঃসঙ্গ
একই আকাশগৃহে দূর নক্ষত্রের মতো
মানুষ বড় একা, হোক না সংখ্যায় যত।

অদৃষ্ট
এ কূল দেখে—ও কূলে ঘর আছে সারি সারি
একই নদী মাঝখানে, ভাঙে শুধু পুবের বাড়ি।

বিভ্রম
ছুটতে ছুটতে ক্লান্ত তবু থামবে না কেহ
বেলাশেষে জানবে সবাই—দুনিয়াটা মোহ।

পরিস্থিতি
পরিস্থিতি বদলে দেয় বেবাক মান
তৃষ্ণায় মধু নয়, পানি মূল্যবান।

পক্ষ
তোমার হাতে সুখ মাপো, আমার হাতে দুঃখ
একই সংসারবৃত্তে বাস—ভিন্ন দু’টি পক্ষ।

দুর্দিন
অস্তগামী সূর্যটাই জেগে ওঠে রোজ
অমাবস্যায় নেয়নি কেহ জ্যোৎস্নার খোঁজ।

অভিমান
অভিমানের ডানা মেলে উড়ে গেলে মন
একই গৃহে পাশাপাশি নিঃসঙ্গ দু’জন।

গোরস্থান
একদিন মানুষ ভেদাভেদ ভুলে
পাশাপাশি শুয়ে থাকে মাটির কোলে।

আপন-পর
এ জগতে মায়ার ভেলায়—কে আপন কে পর?
যে হাওয়ায় বাঁচে প্রাণ, সে হাওয়ায় ভাঙে ঘর।

ব্যবধান
দূর হতে যতই বলো বাসি খুব ভালো
আঁধার জানে মাটির বুকে আসে না তারার আলো।

ছিন্ন
যে যাবার সে যাবেই শেষে
একদিন সুবাসও ফুলকে ছেড়ে আসে।

একা
ঝাঁকবেঁধে ওড়ে পাখি, ঝাঁকে হয় না থাকা
এক আকাশগৃহে থেকেও প্রতিটি নক্ষত্র একা।

নিসর্গ
ভাঙা-গড়ার নিত্য নিয়মে—পুরো নিসর্গ চলমান
মাটির কবরও পূরণ করে ফেলে তার শূন্যস্থান।

নিয়তি
ঝরে যাওয়া মেনে নিয়ে ফুটে থাকে ফুল
এক জনমে জানলো না কি ছিল তার ভুল।

দ্বিধা
তুমি—মিথ্যার মতো মিষ্টি, সত্যের মতো তিতা
হৃদয়নদীর উথাল ঢেউ, জীবনপাড়ে দ্বিধা।

বন্ধন
আলোর গায়ে দিন, কালোর গায়ে রাত
সংসার বেঁধে রাখে ভিন্ন দুটি হাত।

সাক্ষী
যুগ যুগ ধরে সাক্ষী নিঝুম রাতের তারা
নিজের সব কথা বলে না মানুষ নিজেকে ছাড়া।

অসুখ
অশ্রুজলে ধুয়ে রাখি অবুঝ দুটি চোখ
আর যেন না বাড়ে—ভালোবাসার অসুখ।

দৃষ্টিভঙ্গি
যাকে তুমি তুচ্ছ বলো—আমি বলি সে-ও সফল
শৈবাল টিকে আছে আজও, যদিও নেই ফুল-ফল।

অশ্রু
ফুলের কাছে ভ্রমর আসে, বৃক্ষের কাছে পাখি
একফোটা অশ্রুর জন্মকষ্ট—জানে শুধু আঁখি।

রহমত
দয়ালুর দয়া মেঘ-বৃষ্টি, জানে সবুজ ঘাসে
শুধু মুমিনের নয়, কাফেরের বাড়িও তা আসে।

সান্ত্বনা
আলো ফুটলে যদি মরে শিশির কণা
তবে ভাগ্যই জীবনের শেষ সান্ত্বনা।

আহা
বাঁচার মিছিলের কান্না মৃত্যুর মিছিলে হয় শেষ
পদ্মার পর মেঘনা খুন, প্রতিদিনের এক দেশ।

মনগড়া
গন্ধরাজে গন্ধ নেই, জবার সুবাস বাতাসে
যে যার মতো গল্প লেখে ক্ষমতার ইতিহাসে।

এসইউ/এমএস

আরও পড়ুন