ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

তাশফীয়া কাফীর কবিতা: ঝড়ের পূর্বাভাস

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৫

খোদা আমারে ঝড়ের পূর্বাভাস দিলো
ঝড় সামলানোর ক্ষমতা দিলো না,
লোকেরে সাবধান কইরা আমি
নিজে হইলাম সর্বহারা।

আমারে কইলো পথের শেষে আকাশ শেষ
আমি পুরা দুনিয়া ঘুইরা দেখলাম,
আকাশের শেষে পথের শেষ
তবে শুরু খুঁইজা পাইলাম না।

লোকে কইলো মানুষের সেবা করো
আমি ভুইলা গেলাম আমিও মানুষ,
লোকে কইলো সবাইরে ভালোবাসো,
আমি নিজেরে ভুইলা বাসলাম।

আমি নিজের ঘরে মরা মাটি রাখলাম
লোকে কইলো মরা জিনিস অপয়া,
মরা জিনিসের দাম নাই
আমি দেখলাম আমার কবরে জবা ফুটলো।

খোদা আমারে মানুষ বোঝার ক্ষমতা দিলো
নিজেরে বোঝার ক্ষমতা দিলো না,
আমি পড়লাম অভিশপ্ত উপহারের দ্বিধায়।

এসইউ/এমএস

আরও পড়ুন