ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিলকিস নাহার মিতুর ছড়া

শীতের বুড়ি এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৭ পিএম, ০২ ডিসেম্বর ২০২৫

শীতের বুড়ি

শীতের বুড়ি হানা দিলো
শিশির ভেজা ঘাসে,
খেজুর গাছের পাতার ফাঁকে
সূর্য মামা হাসে।

কুয়াশাতে ঢেকে গেছে
গাছ-গাছালি সব,
গাছের ডালে পাখির ছানা
করছে কলরব।

চাদর গায়ে ছেলে-মেয়ে
রোদের আলোয় বসে,
ভাগ বসাচ্ছে সবাই মিলে
টাটকা খেজুর রসে।

****

শীতের সকাল

শীতের সকাল শিশির ভেজা
কুয়াশাতে ঢাকা,
মায়ের কাছে পিঠা খাবার
বায়না করতে থাকা।

শীতের ভোরে চুলার কাছে
গোল হয়ে সব বসে,
আম্মা তখন চিতই পিঠা
ভেজান খেজুর রসে।

রোদের আলোয় বসে সবাই
খায় আর গল্প করে,
খেজুর রসের চিতই পিঠায়
মনটা সবার ভরে।

****

শীতের আগমন

আগমনী বার্তা নিয়ে
এসে গেছে শীতকাল,
চারদিকে শুকিয়ে গেছে
পুকুর-ডোবা, বিল-খাল।

হালকা হালকা শীতের পরশ
লাগছে সবার গায়,
ধানের ক্ষেতে কৃষকদের
পাল্লা দেখা যায়।

গাছি কাটে খেজুরের গাছ
পাতবে রসের হাঁড়ি,
খেজুর রসের সিন্নি-পায়েস
মজা লাগবে ভারী।

এসইউ

আরও পড়ুন