ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

আমির খসরু সেলিমের ছড়া: ভূত তাড়াতে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১০:৩০ এএম, ২৭ অক্টোবর ২০২৫

ভূত তাড়াতে সর্ষে আনা-
তার ভেতরেই ভূত,
অনেক হিসেব মিলছে না-যে
মন করে খুঁত-খুঁত।

মাছ ঢাকতে শাকের আড়াল
লাগছে না-তো আর,
কান কেটে সব একসারিতে
দাঁড়িয়ে লাগাতার।

কান নিয়েছে চিলে শুনেই
হামলে সবাই পড়ে,
আজব আজব গুজবগুলো
উটকো লোকে গড়ে।

উধোর বোঝা বুধোর ঘাড়ে
এখন এটাই রীতি
বেকুবগুলো ভালোই তো বেশ
লিখছে ‘রবির’ গীতি।

এসইউ/এএসএম

আরও পড়ুন