ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

মাসুদ চয়নের কবিতা

শৈত্য কোলাজ এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৫

শৈত্য কোলাজ

এবারের হাড়–হিম করা শীতে তোমাকে কিছু বলার ছিল—
যদিও কথা বলা আজকাল লজ্জাজনক দ্রুতি—
আমাদের কথাগুলো পৃথিবীর কান অবধি পৌঁছায় না—
অদ্ভুত শক্তিশালী রেজিমেন্ট রুলস—অথৈ সৈন্য-সামন্ত—
শূন্য ও আকাশ গুলিবিদ্ধ হয়ে কথাদের খুব একা করে রেখে গেছে—
এবারের হাড়–হিম করা শীতে তাই তোমাকে কিছু নাও বলতে পারি—
আর যদি শুনতে চাও, এমন বিষম অবরোধ হইও না,
শূন্য ও আকাশের প্রতি—
সে তো মরে গেছে—রংধনুময় অনন্ত স্মৃতি রেখে গেছে—

****

আহত ফসিল

আহত জীবনের ফসিলটা দাঁড়িয়ে আছে,
খুব নির্জন একান্তের অবসন্নতা।
প্ররোচনায় জীর্ণকাতর রোদ,
শিশির ঝরছে ফসিলের রক্তপ্রবাহে-
সেই গল্পই তুমি মিহি মননের উৎকণ্ঠা,
এভাবে সবটুকু গুলিবর্ষণ শুষে নিলে হয়তো—
শেষ বুলেট তোমার বুকেই গেঁথে যাবে।
আত্মগোপনে পিছিয়ে পড়বে বুলেটে—
রেজিমেন্ট রুল পিছপা হবে।

****

স্বস্তির ঋণে

স্বস্তির ঋণে শূন্য ও আকাশ
খুব ধীরে ইমপ্রিন্ট হয়ে যাচ্ছে—
এই শীতে,
মৌসুমি রৌদ্রের নরম আলোয় ফলপ্রসূ হবে—
দাঁড়িয়ে থাকার বেদনা পেরুবে—
স্মৃতি স্থায়ী হয়ে যাচ্ছে—

রেজিমেন্ট রুল এখনো প্রবাহমান;
সংশয় পুষে কুয়াশার বারান্দায় দাঁড়িয়ে ভাবি,

হায় রেজিমেন্ট রুল!
অথৈ সৈন্য-সামন্ত!
রক্তরঞ্জিত মৃত ফসিলে
শুধু হাড়গোড়ই অবশিষ্ট আছে—
গুলি ছুড়বে কি আরও?
স্মৃতির ইমপ্রিন্ট, স্থায়ী সত্তায় ডুবে যাচ্ছে—

এসইউ

আরও পড়ুন