ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

তানজিদ শুভ্রর কবিতা

ধরিত্রীর অস্থির নিঃশ্বাস

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:২০ পিএম, ২১ নভেম্বর ২০২৫

এভাবেই কোনো এক শুক্রবার
মানুষ দিগ্বিদিক ছুটবে,
আকাশ থমকে দাঁড়াবে নিঃশব্দ হয়ে।

মনে হবে—
ইসরাফিল শিঙায় ফুঁ দেবেন,
এই তো বুঝি সেই মুহূর্ত!

ধরিত্রীর অস্থির নিঃশ্বাসে আজ
কত হৃদয়ে দোলা লেগেছে,
কত চোখ আতঙ্কে ভিজেছে।

তবু সেই মুহূর্তে
সবাই এক নামেই ফিরে যায়—
‘আল্লাহ!’

ভয় যেন পথ দেখায়
ভুলে যাওয়া মানুষকে
তারই মহান সত্তার দিকে ফিরতে।

কম্পন থেমে গেলে
বাতাসে ভাসে এক চরম সত্য;
মানুষ যত দূরেই ছুটুক,
শেষ আশ্রয়...
তারই দিকে ফিরে যাওয়া।

এসইউ/এমএস

আরও পড়ুন