ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শহীদের চিঠি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

সিবগাতুর রহমান

প্রিয় মা জননী
কেমন আছো তুমি?
কতদিন তোমাকে দেখি না
মনটা খাঁখাঁ করছে
ঢাকায় অনেক গণ্ডগোল
শাসকরা তাদের অন্যায্য
আদেশ চালিয়েই যাচ্ছে।

জানো মা
এবার ওরা এসেছে মোদের
মা ডাক কেড়ে নিতে।
আমরা বলেছি না না না
জান দেবো তবু পারবো না
আমার মায়ের ভাষা দিতে।

মাগো
ওরা নাকি তোমায়
মা বলে ডাকতে দেবে না।
ঠাকুর মাকে তার গল্পের ঝুলি
খুলতে দেবে না।
বলো মা তাই কি হয়?
কোন ভাষাটা আছে বলো
এমন মধুময়?

ভেবো না মা
একুশ তারিখ আমরা যাচ্ছি
অধিকার ফিরিয়ে আনতে।
আমরা জেগেছি, রাখবোই ধরে
বাংলা ভাষার মান।

তোমার মুখে শুনবোই মোরা
ঘুম পাড়ানি গান।

ভয় পেয়ো না মা
আমরা ফিরবো বীরের বেশে
রাখব ধরে তোমার মুখের বুলি।
তোমার জন্য আনবো মাগো
ফাগুন রঙের একটা কথার ঝুলি।

দোয়া করো মা
ইতি,
তোমার খোকা।

এমএমএফ/এএসএম

আরও পড়ুন