ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

জান্নাতুল নাঈম

দেখা হলো এবং অন্য কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

দেখা হলো

আবার দেখা হলো
এই দিনের অপেক্ষায় সবটুকু নিয়ে বসে ছিলাম
তোমার জন্য ভেঙে দিই যতসব অনশন
তোমার জন্য ভেঙে দিই যতসব সত্তা
তোমার জন্য ভেঙে দিই মনখানি
তোমার জন্য আমাকে নতুনভাবে রোজ গড়ি
শুধু একটিবার প্রাণ ভরে দেখার জন্য অসাধ্যকে সাধন করি।

আবার দেখা হলো
মুগ্ধতা, মায়ায় সবটুকু নিয়ে বসে ছিলাম
তোমার জন্য ভেঙে দিই সব নীরবতা
তোমার জন্য ভেঙে দিই সব নিয়ম-কানুনের সমষ্টি
তোমার জন্য ভেঙে দিই আমিত্ব নিয়ে আহাজারি
তোমার জন্য এই আমি রোজ অন্য আমি হয়ে উঠি
শুধু একটি ঝলক মুখখানি দেখতে শত অবহেলা চাপা দিই।

****

তুমিময়

দেখা হলেই মরে যাই
বুকের ভেতর পুরোনো কথারা বিদীর্ণ করে
তোমার চোখে তাকাতে গিয়ে নিস্তেজ হয়ে যাই
ভবিষ্যৎ অন্ধকারে ভেসে ওঠে
হৃদয়ের ঘুরপাকে শরীরে ভারসাম্যে হারিয়ে ফেলি।

দূরে গেলেও মরে যাই
কান্নায় পৃথিবীতে জলোচ্ছ্বাস নেমে আসে
অস্থিরতায়, অসহ্য বিয়োগে ঘুমহীনতা মিছিলে নেমে যায়
মিছিলের অনিয়মে জীবন এলোমেলো হয়ে ওঠে
ঘুমহীন রাতের মুনাজাতের সবটুকু তুমিময় হয়ে ওঠে।

****

ওলটপালট

বরং আমাকে একেবারে শূন্য করে দাও
তবুও আর ধীরে ধীরে শূন্য করো না
আমার ওসব এখন ভালো লাগে না
পৃথিবীর নেশা তোমার মাস্তুলেই থাকুক
তখন এখনো-
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলবো
এক মিনিটের জন্য হলেও অর্ধাঙ্গ হিসাবে চেয়েছি।

বরং আমার কান্না মুছে দাও
আর কান্নার জলস্রোত এনো না
ওইসব বিয়োজনে আমাকে রেখো না
একটু ভালোবাসা আমার চোখে দাও
আজও কালও-
নিশ্বাস বন্ধ হওয়ার এক মিনিট আগেও বলবো
আমি শুধু তোমার সাথে সংসারের গ্লানি চেয়েছি।

অন্য সম্পর্কে আর ডেকো না
তুমি ডাকলেই সব ওলটপালট হয়ে যায়।

এসইউ/

আরও পড়ুন