ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শাহানাজ শিউলীর ছড়া: ঈদ আনন্দ

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৭:২৩ এএম, ১১ এপ্রিল ২০২৪

ঈদের খুশির বান ভেসেছে
আয় রে তোরা আয়,
বাঁকা হাসির চাঁদ নেমেছে
আমার ছোট্ট গাঁয়।

নতুন জামা পরবো গায়ে
লাল ফিতাটা চুলে,
পাড়ায় পাড়ায় ঘুরবো সবাই
নেচে হেলে দুলে।

রেশমি চুড়ির রিনিঝিনি
মেহেদি দেবো হাতে,
মিষ্টি মিঠাই ফিরনি সেমাই
খাবো সবার সাথে।

খুশবু আতর মাখবো গায়ে
মাথায় চমক টুপি,
দাদার কাছে ঈদ সালামি
নেবো চুপিচুপি।

পথশিশুকে সঙ্গে নিতে
যাবো না তো ভুলি,
ঈদ আনন্দ ভাগ করে আজ
করবো কোলাকুলি।

এসইউ/এমএস

আরও পড়ুন