ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বৃষ্টির দ্বিপদী কবিতা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৫

নাহিদ হোসাইন

১.
আজ এই শ্রাবণধারায়,
মন যে হারিয়ে যায়।

২.
এসো বৃষ্টির গান গাই,
উদাসী ক্লান্ত দুপুরে হারাই।

৩.
চলো আজ ভিজি কিছুক্ষণ,
রিমঝিম শব্দে মাতাল হবে মন।

৪.
ঝুমুর পায়ে তুমি সুর তুলবে,
মনটা তোমার প্রেমে পড়বে।

৫.
এসো নীপবনে জলধারার আহ্বানে
বৃষ্টির গান গাই, মেঘের আমন্ত্রণে।

এসইউ/এমএস

আরও পড়ুন