চন্দ্রিমা উদ্যানে তরুণ লেখকদের সাহিত্য আড্ডা

বৃষ্টিস্নাত বিকেলে চন্দ্রিমা উদ্যানে জমে উঠেছিল তারুণ্যের অনন্য মিলনমেলা। নগরের ব্যস্ততার বাইরে সবুজ ছায়াঘেরা পরিবেশে, বকুল গাছের তলায় বসেছিল তরুণ লেখকদের বৈঠক। ২০ জুন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ‘ইছামতী টিম’ আয়োজন করে দ্বি-মাসিক সাহিত্য আড্ডার।
সাহিত্য আড্ডায় অংশ নেন সংগঠনের নিয়মিত সদস্য ও আমন্ত্রিত তরুণ লেখকরা। আড্ডার শুরুতে পরিচয়পর্ব এবং লেখালেখি সংক্রান্ত আপডেট বিনিময়ের মধ্য দিয়ে জমে ওঠে আলোচনা। শাখার উপদেষ্টা লাইজু আক্তার ‘কেন লেখালেখি করবো’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন। যা তরুণদের ভাবনায় জাগায় নতুন ঢেউ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আড্ডায় জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির জনপ্রিয় উপন্যাস ‘সাউথ অব দ্য বর্ডার, ওয়েস্ট অব দ্য সান’ বইটি নিয়ে বিশদ আলোচনা হয়। উপন্যাসের চরিত্র, প্রেক্ষাপট ও লেখকের স্টাইল নিয়ে চলে গভীর বিশ্লেষণ। এ আড্ডা শুধু সাহিত্যচর্চার পরিসর নয় বরং আত্মপ্রকাশ ও বিকাশের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। একে অন্যের পাশে দাঁড়িয়ে মত প্রকাশ, সহমর্মিতা ও বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার এমন প্রয়াস তরুণদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।
- আরও পড়ুন
- দোলন ছবি আঁকা উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান
- শিশুসাহিত্যে মরণোত্তর পুরস্কার পেলো রাইদাহ গালিবা
জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, ‘আমাদের সাহিত্য আড্ডাগুলো তরুণদের জন্য এমন একটি জায়গা তৈরি করছে, যেখানে তারা নতুন ভাবনা ও মতামত তুলে ধরতে পারে নির্ভয়ে। এখানে সবাই সহযাত্রী। আমরা চাই, লেখালেখি আমাদের জীবনের অভ্যাস হয়ে উঠুক।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আড্ডার একপর্যায়ে সদস্যদের মাঝে বই বিনিময় হয়, যা পাঠাভ্যাস তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ সময় বিগত সময়ের ‘মাসিক সেরা লেখক’ হিসেবে মোসা. আফরিনা আক্তারকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কনিষ্ঠ সদস্য হিমেল আহমেদকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা লাইজু আক্তার বলেন, ‘লেখার পাশাপাশি গঠনমূলক মতামত ও বই বিনিময়ের যে সংস্কৃতি এখানে গড়ে উঠছে, তা তরুণদের সাহিত্যপথে এগিয়ে নিতে সহায়ক হবে।’
বিজ্ঞাপন
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় প্রতি দুই মাস অন্তর এবং চট্টগ্রামে প্রতি মাসে এ ধরনের সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এ ছাড়া ফেনী, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলে নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত আছে। ভবিষ্যতে বিস্তৃত পরিসরে আন্তঃশাখা সাহিত্য আয়োজনের পরিকল্পনা আছে।
এসইউ/জিকেএস
আরও পড়ুন
বিজ্ঞাপন