ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শফিক মুন্সির অণুকবিতা

মৃত্যুর স্টেশনে অপেক্ষা এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৮:১০ এএম, ২৮ জুলাই ২০২৫

মৃত্যুর স্টেশনে অপেক্ষা

শেষ আলাপে যেই-না তুমি হাসলে আমার ভাগ্য নিয়ে, জীবন নিয়ে অপেক্ষা শুরু হলো মৃত্যুর স্টেশনে।
কপালপোড়া আমি,
বিষাদ মুক্তির পয়গাম এখনো তো এলোই না, যতটুকু যা এলো ক্ষ্যাপাটে কবিরা তার নাম দিয়েছে অণুকবিতা।

****

কবিতার নাম আষাঢ়

জানালার কাঁচে লেগে থাকা বর্ষার জল,
ফেলে এসেছে নিকষ এক মেঘের সংসার।
বুকে জমা ভালোবাসা গভীর অতল;
তবু নাম দিলাম ‘আষাঢ়’, বিচ্ছেদের এই কবিতার।

****

মাসকাবারি প্রেম

মন কেমনের অনেক আছে কারণ
সন্ধ্যা নামলেই ডেকে ওঠে যে ঝিঁঝি।
এ-মাসে তোমায় গোলাপ দেওয়া বারণ
তাই চাঁপার সঙ্গে শিমুল-পলাশও খুঁজি।

****

অন্তত একবার মিলন চাই

সবাই বোঝায়, তোমাকে যেন ভুলে যাই
আমি ভাবি,
শেষ নিঃশ্বাসের আগেও অন্তত একবার মিলন চাই।

****

আমার দরকার ছিল

কেউ একজন তাকে বিনা পরিশ্রমেই পেয়ে গেলো!
যাকে যে কোনো মূল্যে আমার দরকার ছিল।

****

বেদনার স্টেশন

তোমার জন্য পাহারা দিয়ে রাখা নিস্তব্ধ সব রাত, একাই কেটেছে নিঃসঙ্গতার ট্রেনে চড়ে।
বিষণ্ন দুপুরে যখনই খুঁজেছি নির্ভরতার হাত, গোধূলি আমাকে নামিয়ে দিয়েছে বেদনার স্টেশনে।

****

মিথ্যে আশ্বাস

গুছিয়ে নিয়ে যাও আমায় দেওয়া তোমার সব মিথ্যে আশ্বাস, খুন করার জন্য কৃতজ্ঞতা; আমার সব নিষ্পাপ বিশ্বাস।

এসইউ/জিকেএস

আরও পড়ুন