ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

শেখ জাহিদুজ্জামানের ‘তুমি আসবে বলে’

প্রকাশিত: ১০:১৯ এএম, ১১ জানুয়ারি ২০১৫

তুমি আসবে বলে কতো আয়োজন আমাদের
অপেক্ষার প্রহর গুণতে গুণতে, তবু শেষ হয় না,
তবু তোমার আগমন ঘিরে
বরণ ডালা সাজাতে কার্পণ্য করি না।

আজ অবধি চেয়ে আছি বসে
কখন জানি আসবে কড়া নেড়ে,
এখনো হয়তো, তোমার কিছু কাজ আছে বাকি
অতপর এলে তুমি আমাদের তরে।

এখন তোমাকে নিয়ে কতো মাতামাতি
তোমার পদাঙ্কে মুখরিত সবই,
কা-পুরুষ পিছু হটে,তুমি হও জয়ী
চারিদিকে গুঞ্জন তারই নাম কবি।

কিছু আশা, কিছু ভাষা
তাঁরই নাম ভালোবাসা,
বাঁধন হারা মায়ার জালে
কোথায় তুমি হারিয়ে গেলে।

এসেই কেন চলে গেলে
কোন কিছু বোঝার আগে,
চলে যাওয়া কতো সহজ
সেটাই তুমি জানিয়ে দিলে।