সাহিত্যের কাগজ চাতর’র আত্মপ্রকাশ
‘স্বপ্ন ও সম্ভাবনায়’- স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে শিল্প-সাহিত্যের কাগজ ‘চাতর’। শনিবার সকাল ১১টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে কাগজটির মোড়ক উন্মোচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার কক্ষে মোড়ক উন্মোচন করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন গবেষক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চ্যানেল টুয়েন্টিফোর’র সিনিয়র ভিডিও এডিটর শাহাদাত হোসেন, এনটিভির সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরী, গবেষক তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক নন্দিতা তাবাসসুম, সিনিয়র লেকচারার তৌহিদুল হাসান নিটল, দিলশাদ হোসেন, তপন মাহমুদ, নিশাত পারভেজ, প্রাচ্যনাট থিয়েটার স্কুল অ্যান্ড ডিজাইনিংয়ের অভিনয়শিল্পী শাহরিয়ার সুমন, চাতর’র সম্পাদক কবি নকিব মুকশি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই চাতর’র সাফাল্য কামনা করেন অধ্যাপক কাজী আবদুল মান্নান। তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মুখপাত্র না হয়ে যদি এ সাহিত্য পত্রিকাটি নিয়মিত প্রকাশ হয় তবে নিশ্চিতভাবে বলা যায়, সাহিত্যাঙ্গনে এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।’
চাতর’র সূচনা সংখ্যা ছিলো হেমন্তবিষয়ক। সংখ্যাটি হাতে নিয়ে তিনি আরো বলেন, ‘সংস্কৃতি থেকে আমরা ক্রমশ দূরে যাচ্ছি। গ্রামীণ মৌলিক ঐতিহ্য ভুলে যাচ্ছি। হেমন্তে নবান্ন উৎসব হয়। সবচেয়ে বেশি খুশি থাকে কৃষক-কৃষাণিরা। অথচ সেই নবান্ন উৎসব এখন শহরে পালিত হচ্ছে। যে উৎসবে কৃষকদের কোনো অংশগ্রহণ নেই। এটা সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।’
চাতর’র সূচনা সংখ্যার প্রচ্ছদ ছবি তুলেছেন সাংবাদিক জোবায়েদ মল্লিক বুলবুল। প্রচ্ছদ প্রবন্ধ লিখেছেন জাহিদুর রহিম। এছাড়া গদ্য লিখেছেন হাসনাত মোবারক, চামেলি সুলতানা ও ফজলে রাব্বি। হেমন্তবিষয়ক গল্প লিখেছেন, মোসাব্বির আহে আলী। কবিতা লিখেছেন মুজিব ইরম, বীরেন মুখার্জী, মৃধা আলাউদ্দিন, রইস মুকুল, শাহীন আল মামুন, গোলাম মোস্তফা বাচ্চু, রওশন হাসান, তুষার কবির, পিয়াস মজিদ, এমরান কবির, শামস আরেফিন, শেখর দেব, সাফিনা আক্তার, শঙ্খচূড় ইমাম, গিরীশ গৈরিক, পলিয়ার ওয়াহিদ, জিয়াবুল ইবন, হাসনাত শোয়েব, মাজহার সরকার, নকিব মুকশি, নিখিল নওশাদ, মোকসেদুল ইসলাম, মাসুম মুনাওয়ার, মিসির হাসনাইন প্রমুখ।
কাগজটির নামলিপি ও অলঙ্করণ করেছেন আল নোমান। বানান সমন্বয় করেন মৃধা আলাউদ্দিন।
এসইউ/আরআইপি