EN
  1. Home/
  2. সাহিত্য

জাগো নিউজের ঈদ সংখ্যা আসছে বাজারে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ মে ২০১৯

প্রতি বছরের মতো এবারও বাজারে আসছে জাগো নিউজের ঈদ সংখ্যা ২০১৯। এতে রয়েছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, রহস্য গল্প, ইতিহাস, সংস্কৃতি, সাক্ষাৎকার, খেলাধুলা, লাইফস্টাইল, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও রান্নাসহ নানা আয়োজন।

ঈদ সংখ্যা নিয়ে জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘৫ম বারের মতো জাগো নিউজ ঈদ সংখ্যা প্রকাশ করছে। দেশবরেণ্য লেখকদের নান্দনিক লেখায় সাজানো হয়েছে ঈদ সংখ্যাটি। আশা করি পাঠকদের পছন্দের লেখাগুলো এখানে পাবেন।’

সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ বলেন, ‘এবারও বর্ধিত কলেবরে ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে। ঈদ সংখ্যাটি হতে পারে আপনার প্রিয়জনের জন্য ঈদের সেরা উপহার।’

ঈদ সংখ্যার প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অলংকরণ করেছেন উত্তম সেন ও ইসমাত জেরিন তৃষা।

চাররঙা ছাপায় ৩০৪ পৃষ্ঠার ব্যতিক্রমী ঈদ সংখ্যাটি সুদৃশ্য ম্যাগাজিন ব্যাগে মাত্র ১৫০ টাকায় পাওয়া যাবে।

এবারের ঈদ সংখ্যায় লিখেছেন হাসান আজিজুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, ফকির আলমগীর, ইমদাদুল হক মিলন, সৌমিত্র শেখর, অঘোর মণ্ডল, মোস্তফা কামাল, তুষার আব্দুল্লাহ, মাসুদা ভাট্টি, স্বকৃত নোমান প্রমুখ।

শিগগিরই অনলাইন শপ অথবা ডট কম এবং দেশের বিভিন্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে ঈদ সংখ্যাটি পাওয়া যাবে।

এএ

আরও পড়ুন