বৈশাখে কালো হাসির জার্নাল
পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হয়েছে সানাউল্লাহ সাগরের কাব্যগ্রন্থ ‘কালো হাসির জার্নাল’। এটি তার ৩য় কবিতার বই। এর আগে ‘সাইরেন’ ও ‘অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি’ নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়।
গ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। আল নোমানের প্রচ্ছদে বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সিলেটের জিন্দাবাজারের কানিজ প্লাজায় অবস্থিত চৈতন্য প্রকাশনীতে।
সানাউল্লাহ সাগর ‘আড্ডা’ ও কীর্তণখোলা’ নামে দু’টি লিটলম্যাগ সম্পাদনা করেন। এছাড়াও ‘এই সময়ের নির্বাচিত গল্প’ নামে একটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন।
এসইউ/আরআইপি