সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন ফেয়ার উপলক্ষে লেখালেখির জন্য সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। গত এক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যেসব সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেছেন সেগুলো মূল্যায়ন করে পুরস্কার দেওয়া হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আগ্রহী সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে গিয়ে লিংকে আবেদন করতে হবে।
বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ইনোভেশন ফেয়ার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ জানুয়ারি ঢাকায় ইনোভেশন ফেয়ারটি হচ্ছে।
ব্যতিক্রমী এ আয়োজনে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানের একই প্ল্যাটফর্মে মিলিত হওয়ার সুযোগ ঘটবে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
আরএমএম/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ২ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ৩ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ
- ৪ সিএমজেএফ সদস্যরা ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন
- ৫ উৎসব-আনন্দে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর