বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতারা। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাংবাদিকরা জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতারা কিছুক্ষণ সমাধি সৌধের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেস ক্লাবের নেতারা এক মিনিট নীরবতা পালন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ বিদেশি সাংবাদিকের শ্রদ্ধা
পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। এরপর সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> বঙ্গবন্ধুর সমাধিতে সিইউজের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা
কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইউব ভূঁইয়া, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী রওনাক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমআইএইচএস/জেআইএম
বিজ্ঞাপন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের একটি ধারা নিয়ে উদ্বেগ সম্পাদক পরিষদের
- ২ আইসিটি সাংবাদিকতায় পুরস্কার পেলেন ইমদাদুল হক
- ৩ সাংবাদিকদের দায়িত্ব-সুরক্ষা নিয়ে অধ্যাদেশের বিষয় বিবেচনা হচ্ছে
- ৪ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন
- ৫ ফ্যাসিবাদের দোসরদের থেকে গণমাধ্যমকে মুক্ত করতে হবে: পিআইবি ডিজি