ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

সাংবাদিক লাবলুর বিরুদ্ধে মামলায় ডিআরইউর নিন্দা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩০ মার্চ ২০২৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। দ্রুত তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিন্দা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলাটি করেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।

এনএইচ/এমআইএইচএস/জেআইএম

বিজ্ঞাপন