নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন
ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজমুল হক সরকার। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
- আরও পড়ুন
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সদস্য তালিকা প্রকাশ
হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
এতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি সভাপতি দীপক দেব, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব খায়রুল ইসলাম, বাংলাদেশ মফস্বলের সাংবাদিক সোসাইটি পাবনা জেলা সভাপতি আসাদুজ্জামান বিকাশ প্রমুখ।
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের দুই শতাধিক সদস্য এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন ইউনিটের সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।
কাজী আল-আমিন/কেএসআর
সর্বশেষ - গণমাধ্যম
- ১ ‘এআই সাংবাদিকের বিকল্প নয়, শক্তি বাড়ানোর হাতিয়ার’
- ২ পত্রিকা অফিসে হামলা-সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন
- ৩ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ৪ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ৫ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা